গরমে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন জেনে নিন
গরমকাল পড়লেই ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঘামাচি , ফুসকুড়ি প্রভৃতি বিভিন্ন সমস্যায় নাজেহাল হয়ে যেতে হয়। কিন্তু কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন? জেনে নিন-
![গরমে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন জেনে নিন গরমে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন জেনে নিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/29/84508-skin-29-4-17.jpg)
ওয়েব ডেস্ক: গরমকাল পড়লেই ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঘামাচি , ফুসকুড়ি প্রভৃতি বিভিন্ন সমস্যায় নাজেহাল হয়ে যেতে হয়। কিন্তু কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন? জেনে নিন-
১) নিম পাতা সবসময়ই দারুণ অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান হিসেবে কাজ করে। ত্বকে ফুসকুড়ি হলে সেই জায়গায় নিমপাতার পেস্ট তৈরি করে ব্যবহার করুন। খুব উপকার পাবেন।
২) ত্বককে সুন্দর রাখতে আমরা অনেকেই চন্দন ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি চন্দন শুধু ত্বকের ঔজ্জ্বল্যই বাড়ায় না, তার সঙ্গে ত্বকের বিভিন্ন সমস্যাও প্রতিরোধ করে। এক চামচ চন্দনের সঙ্গে গোলাপ জল মেশান। এরপর মিশ্রনটি ত্বকে ব্যবহার করুন।
৩) অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান হিসেবে হেনা পাতাও খুবই উপকারী। ত্বককে ভালো রাখতে, ঘামাচি , ফুসকুড়ি থেকে মুক্তি পেতে হেনা পাতা ব্যবহার করুন।
৪) রোদ গরমের ফলে ত্বকের সমস্যা হলে ত্বকে দই লাগান। দই শুকিয়ে গেলে ভালো করে স্নান করে নিন।
৫) দুর্বা ঘাস। এই জিনিসটার উপকারিতা আমরা অনেকেই জানি না। দুর্বা ঘাস এবং হলুদের একটি পেস্ট তৈরি করে সেটি ত্বকে ব্যবহার করুন।