চোখের তলায় আশঙ্কা, এসব কারণগুলোর জন্য

কদিন ধরেই লক্ষ্য করছেন চোখের চারপাশে হলদে পিম্পলের মতো হয়েছে। ভাবছেন, বয়স হয়েছে এমনটা হতেই পারে। তাহলে সাবধান! কিডনির অসুখ বা ক্যানসার বাসা বাঁধেনি তো  আপনার শরীরে?  তাই দেরি করবেন না এখনই চিকিত্সকের পরামর্শ নিন।  

Updated By: Dec 7, 2016, 07:01 PM IST
চোখের তলায় আশঙ্কা, এসব কারণগুলোর জন্য

ওয়েব ডেস্ক: কদিন ধরেই লক্ষ্য করছেন চোখের চারপাশে হলদে পিম্পলের মতো হয়েছে। ভাবছেন, বয়স হয়েছে এমনটা হতেই পারে। তাহলে সাবধান! কিডনির অসুখ বা ক্যানসার বাসা বাঁধেনি তো  আপনার শরীরে?  তাই দেরি করবেন না এখনই চিকিত্সকের পরামর্শ নিন।  

আরও পড়ুন- শীতে ঠান্ডা জলেই স্নান করুন, কেন?

চোখ... আপনার ব্যক্তিত্বের আয়না। চোখ দিয়েই নজর রাখছেন গোটা দুনিয়ার দিকে। সেই চোখের তলাতে কালি, চর্বির ব্যাগ!  ভাবছেন বয়স বা স্ট্রেসের জন্য এমন হতেই পারে। এতটা নিশ্চিন্ত থাকতে নিষেধ করছেন চিকিত্সকরাই। কারণ শরীরে কোনও বড় রোগ বাসা বাঁধলে তার ছাপ পড়বে চোখের তলাতেই...

চোখের তলায় আশঙ্কা
আচ্ছা আপনার চোখের তলা বা চার পাশে হলদে  দানার মতো দেখা দিচ্ছে। চিকিত্সার পরিভাষায় একে বলে XANTHELASMA (জ্যানথেলাসমা)।
 
হাই LDL কোলেস্টেরলের জন্য এটা হতে পারে।
চোখের চারপাশে ফ্যাট জমে এটা হয়।
লিপিড লেভেলে সমস্যা হলেও চোখের চারপাশে তার ছাপ পড়ে।

তবে শুধুই কী কোলেস্টরল? চিকিত্সকরা বলছেন, ক্রনিক কোনও অসুখের জন্য এটা হতে পারে। বড় কোনও অসুখের লক্ষণও হতে পারে এই আই ব্যাগ।  

চোখের তলায় রোগের বাসা

লিভার ফাংশনে সমস্যা থাকলে আই ব্যাগ হতে পারে।
লিভারের বড় কোনও রোগ যেমন সিরোসিস থাকলে এটা হতে পারে।
চোখে  সংক্রমণ হলেও চোখের চারপাশ ফুলে উঠতে পারে।
আই ব্যাগের কারণ হতে পারে অ্যালার্জিও।
বাতের সমস্যার থেকে চোখের তলা ফুলতে পারে।
অটো ইমিউন ডিজিজের মতো অসুখের ফলেও ফুলে ওঠে চোখের তলা।
কিডনির রোগের লক্ষণ এই অ্যাই ব্যাগ।
চিকিত্সকরা বলছেন ব্লাড ক্যানসারের মতো মারণ রোগের জন্যও এমন হতে পারে।
 
ফলে দেরি করবেন না, চোখের তলায় চর্বি জমার লক্ষণ দেখতেই পরামর্শ নিন চিকিত্সকের।

 

Tags:
.