Pandemic শেষ হতে এখনও ঢের দেরি, জানাল WHO
আরও একবার মাস্ক ও স্যানিটাইজারের উপর গুরুত্ব আরোপ করল 'হু'।
![Pandemic শেষ হতে এখনও ঢের দেরি, জানাল WHO Pandemic শেষ হতে এখনও ঢের দেরি, জানাল WHO](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/13/316112-cov-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: কোভিড-১৯ ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে বলে যেমনটা মনে করা যাচ্ছিল, দেখা যাচ্ছে পরিস্থিতি তেমনটা নয়। পৃথিবী জুড়ে বেশ কিছু দেশে কোভিড-পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়ে পড়েছে। ঠিক এই সময়েই হু জানিয়ে দিল, অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি।
WHO-র প্রধান Tedros Adhanom Ghebreyesus বলেছেন, অতিমারীকে এত তাড়াতাড়ি ঠেকানো যাবে না। বিশ্ব জুড়ে ৭৮০ মিলিয়নেরও বেশি টিকাকরণ হয়ে গেলেও সংক্রমিতের সংখ্যা কমছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে হু।
আরও পড়ুন: এবার করোনা টিকা বানাবে ভেনেজুয়েলাও
হু-র তরফে জানানো হয়েছে, এশিয়া (ASIA) ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোভিডের কেস বাড়ছে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে Tedros Adhanom Ghebreyesus বলেছেন-- বিশ্ব জুড়ে টানা ৭ সপ্তাহ ধরে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। টানা ৪ সপ্তাহ ধরে বাড়ছে কোভিডের কারণে মৃত্যুও। তাই সচেতন হওয়া জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাল, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্ব জুড়ে টানা ৬ সপ্তাহ ধরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছিল ৷ তবে গত ৭ সপ্তাহ ধরে দেখা গিয়েছে এর উলটো ছবি। তবে টিকা নেওয়ার পাশাপাশি এখনও মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এগুলি খুবই জরুরি হাতিয়ার (powerful tool)।
আরও পড়ুন: নিরাপত্তার প্রশ্নে কাছাকাছি শ্রীলঙ্কা-ভারত