করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে সিদ্ধহস্ত Covaxin, জুটল আন্তর্জাতিক খেতাব

এই পরীক্ষায় সামিল হয়েছিল National Institute of Virology এবং Indian Council of Medical Research। 

Updated By: May 16, 2021, 11:01 AM IST
করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে সিদ্ধহস্ত Covaxin, জুটল আন্তর্জাতিক খেতাব

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিকভাবে আরও একবার প্রমাণিত হল করোনার নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তে সিদ্ধহস্ত কো-ভ্যাক্সিন। বৈজ্ঞানিকদের গবেষণায় কো-ভ্যাকসিনের মুকুটে জুটল আরও একটি পালক। 

Clinical Infectious Diseases গবেষণা পত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, কো-ভ্যাকসিন করোনার নতুন ভ্যারিয়েন্টের কার্যক্ষমতাকে হ্রাস করতে পারে। বি.১.৬১৭ এবং বি.১.১.৭ এই দুই প্রজাতির হদিশ মেলে প্রথমে ভারতে ও ব্রিটেনে। তুলনামূলক অন্য স্ট্রেনের চেয়ে যাদের সংক্রমণ ক্ষমতা মারাত্মক। আর সেই ক্ষমতাকেই হারিয়ে দিতে পারে কো-ভ্যাকসিন, এমনটাই দাবি বিজ্ঞানীদের। 

এই পরীক্ষায় সামিল হয়েছিল National Institute of Virology এবং Indian Council of Medical Research। 

.