হামলার প্রতিবাদে অবরোধেও ফের হামলা বেলঘরিয়ায়
হামলার প্রতিবাদে অবরোধেও ফের হামলা হল বেলঘরিয়ায়। সিপিআইএমের অবরোধে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিস রইল নীরব দর্শক। দলের নেতা কর্মীদের উপর হামলায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পথে নামার হুশিয়ারি আগেই দিয়েছিলেন গৌতম দেব। আজ সকালে প্রতিবাদে রাস্তা অবরোধ করে সিপিআইএম।
হামলার প্রতিবাদে অবরোধেও ফের হামলা হল বেলঘরিয়ায়। সিপিআইএমের অবরোধে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিস রইল নীরব দর্শক। দলের নেতা কর্মীদের উপর হামলায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পথে নামার হুশিয়ারি আগেই দিয়েছিলেন গৌতম দেব। আজ সকালে প্রতিবাদে রাস্তা অবরোধ করে সিপিআইএম।
সেই অবরোধের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই রীতিমতো লাঠিসোটা নিয়ে চলে হামলা। বেলঘরিয়ায় সিপিআইএম কর্মীদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতরা প্রত্যেকেই এলাকায় তৃণমূলকর্মী। এদের মধ্যে দুজনের নাম এফআইআরে ছিল। পরে অবশ্য পাঁচজনকেই জামিন দিয়ে দেওয়া হয়।