ইয়াস আসার আগেই ঘাটালবাসীদের পাশে দেব, মাটির বাড়িতে থাকা সকলকে আশ্রয় দিলেন নায়ক
আমি,আমার সরকার তো আছিই, আপনারাও সাহায্য়ের হাত বাড়িয়ে দিন, ঘাটালবাসীকে অনুরোধ দেবের
![ইয়াস আসার আগেই ঘাটালবাসীদের পাশে দেব, মাটির বাড়িতে থাকা সকলকে আশ্রয় দিলেন নায়ক ইয়াস আসার আগেই ঘাটালবাসীদের পাশে দেব, মাটির বাড়িতে থাকা সকলকে আশ্রয় দিলেন নায়ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/25/321913-devcover-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: সকলা থেকে বৃষ্টি, মেঘলা আকাশ, বইছে ঝোড়ো হাওড়া। প্রতিনিয়ত শক্তি বাড়াচ্ছে 'ইয়াস'। ধেয়ে আসছে স্থলভাগের দিকে। ভরা কোটাল ও ইয়াস একসঙ্গে আসায় সমুদ্র ফুঁসে উঠবে। আগাম সতর্কতা ও পূর্বাভাস মেনেই তৈরি হচ্ছে বাংলা। ইতিমধ্যেই জলস্তর বাড়তে শুরু করেছে। সমুদ্র উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় রেড অ্যালার্ট জারি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। গ্রামীণ এলাকায় কাঁচা বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে আনা হয়েছে নিরাপদ আশ্রয়ে। এলাকায় চালু হয়েছে ত্রাণশিবিরও।
এই পরিস্থিতিতে ঘাটালের মানুষের পাশে দেব। একটি ভিডিও বার্তা পাঠালেন ঘাটালের মানুষদের জন্য। তিনি বলেন 'আশা করি ঘাটালের প্রত্যেকটি মানুষ সুস্থ আছেন। কঠিন সময়, আমরা সবাই চেষ্টা করছি কীভাবে মানুষদের ভাল রাখা যায়। করোনার মাঝেই ইয়াসের আগমন। একটাই কথা বলব ঝড়ের সময় ঘর থেকে বের হবেন না। গাছের সামনে বা কোনও ল্যাম্পপোস্টের সামনে দাঁড়াবেন না, ঘাটাল ও মেদিনীপুরে ইতিমধ্যেই এনডিআরএফ ও এসটিআরএফের টিম পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলায় কাজ করার জন্য। কাঁচা বাড়ি বা মাটির বাড়ি হলে যদি ঝড়ের সময় থাকতে ভয় লাগে তাদের জন্য ঘাটাল ফ্লাড আইসোলেশন সেন্টার রয়েছে, প্রতিটি ব্লকে রয়েছে সেন্টার, ৯০০ টারও বেশি আইসোলেশন সেন্টার করা হয়েছে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। কোভিড ওয়ার্ড ও নন-কোভিড ওয়ার্ড আলাদা করে রাখা হয়েছে।'
আরও পড়ুন:YAAS মোকাবিলায় চন্ডীপুরের মানুষের পাশে Soham Chakraborty
ঘূর্ণঝড়ের তাণ্ডব নৃত্যের পর চারিদিক লন্ডভন্ড হয়ে যায়। উদ্বারকাজ শুরু হওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাতে হয় অনেককে। সেই কথা মাথায় রেখেই বিষে। ব্যবস্থা করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দেব। তিনি এও বলেন-' ১২৬ জনের পাওয়ার রিস্টোরেশন টিম তৈরি করা হয়েছে কোনওভাবে যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারোর প্রাণ না যায়। আমি নিজেও সর্বক্ষণ যোগাযোগে থাকব, আমার টিম কাজ করবে, আপনারা সতর্ক থাকুন, আপনাদের ভাল রাখার একশ শতাংশ আমি চেষ্টা করব। ঘাটালবাসীদের কাছে অনুরোধ এই সময় মানুষকে মানুষের পাশে থাকতে হবে তাই যাঁদের পাকা বাড়ি তাঁরা যদি একটি দিনের জন্য আশ্রয় দেন প্রতিবেশিদের তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমি,আমার সরকার তো আছিই, আপনারাও সাহায্য়ের হাত বাড়িয়ে দিন। কঠিন সময় আমরা ঠিক পার করে ফেলব। একে অপরের পাশে থাকুন। টর্চ লাইট, মোমবাতি সঙ্গে রাখবেন, ফোনে চার্জ দিয়ে রাখবেন যাতে ইলেকট্রিসিটি চলে গেলেও যোগাযোগ করা যায়। কোনও সমস্যায় পড়লে যোগাযোগ করুন পুলিস কন্ট্রোল রুমে, ফোন নম্বর ৬২৯৬০ ৬০৬৯৯ এই নম্বরে।'