২১৮টি দৃশ্য ছেঁটে রিলিজের ১৭ মাস পর টিভিতে দেখানো হবে 'গ্র্যান্ড মস্তি'

১০০ কোটির সিনেমা এবার আপনার ড্রয়িংরুমে আসতে চলেছে। রিলিজের দীর্ঘ ১৭ মাস পর অবশেষে টেলিভিশেনের পর্দায় দেখানোর ছাড়পত্র পেল তিন বিবাহিত পুরুষের যৌনতায় ঠাসা সিনেমা 'গ্র্যান্ড মস্তি'। তবে এর জন্য পরিচালক  ইন্দ্র কুমারের এই সিনেমার ২১৮টি আপত্তিকর দৃশ্য বাদ দিতে হল। বাদ পড়ল বেশ কিছু সংলাপও। সেন্সরবোর্ডের ছাড়পত্র পেলেও টিভিতে দেখাতে হলে আলাদা অনুমতি লাগে। সেই অনুমতির বেড়াজালে আটকে ছিল 'গ্র্যান্ডমস্তি'। টিভিতে দেখানোর জন্য নতুন করে কিছু দৃশ্য যোগ করা হয়েছে বলেও সূত্রের খবর। এর আগে 'ডার্টি পিকচার', 'ডেলিবেলি' ছবিতে ১০০ টিরও বেশি দৃশ্য বাদ দেওয়ার পর টিভিতে দেখানোর অনুমতি পেয়েছিল।

Updated By: Jan 22, 2015, 06:04 PM IST
২১৮টি দৃশ্য ছেঁটে রিলিজের ১৭ মাস পর টিভিতে দেখানো হবে 'গ্র্যান্ড মস্তি'

ওয়েব ডেস্ক: ১০০ কোটির সিনেমা এবার আপনার ড্রয়িংরুমে আসতে চলেছে। রিলিজের দীর্ঘ ১৭ মাস পর অবশেষে টেলিভিশেনের পর্দায় দেখানোর ছাড়পত্র পেল তিন বিবাহিত পুরুষের যৌনতায় ঠাসা সিনেমা 'গ্র্যান্ড মস্তি'। তবে এর জন্য পরিচালক  ইন্দ্র কুমারের এই সিনেমার ২১৮টি আপত্তিকর দৃশ্য বাদ দিতে হল। বাদ পড়ল বেশ কিছু সংলাপও। সেন্সরবোর্ডের ছাড়পত্র পেলেও টিভিতে দেখাতে হলে আলাদা অনুমতি লাগে। সেই অনুমতির বেড়াজালে আটকে ছিল 'গ্র্যান্ডমস্তি'। টিভিতে দেখানোর জন্য নতুন করে কিছু দৃশ্য যোগ করা হয়েছে বলেও সূত্রের খবর। এর আগে 'ডার্টি পিকচার', 'ডেলিবেলি' ছবিতে ১০০ টিরও বেশি দৃশ্য বাদ দেওয়ার পর টিভিতে দেখানোর অনুমতি পেয়েছিল।

২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর সারা দেশ জুড়ে সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছিল সিনেমাটি। আপত্তিকর দৃশ্য ও অশালীন সংলাপের জন্য তিনটি রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই সিনেমাটিকে। মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে বেশ কিছু দৃশ্যে এমন সংলাপ ব্যবহার করা হয়েছে যা এর আগে কোনও বলিউড ছবিতে ব্যবহার করা হয়নি। অনেকেই বলছেন এমন সংলাপ থাকার পরও কী করে গ্র্যান্ড মস্তিকে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড। কিন্তু শালীন-অশালীন পুরো বিতর্কে সিনেমার ব্যবসায় লাভই হচ্ছে। সমালোচকরা বুড়ো আঙুল দেখাচ্ছেন, নিন্দুকরা ভুরু কোচাকাচ্ছেন। তাতে ভারী বয়েই গেল। মস্তিকে গ্র্যান্ড বানিয়ে দিচ্ছেন দর্শকরাই।

Tags:
.