Mumbai Metro: মেট্রোর নিয়ম ভাঙার অভিযোগ বরুণ, কিয়ারাদের বিরুদ্ধে, উঠল আইনি পদক্ষেপের দাবি
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় আক্রমণের মুখে পড়তে হল তিন অনিল, বরুণ, কিয়ারাদের।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Mumbai Metro: মেট্রোর নিয়ম ভাঙার অভিযোগ বরুণ, কিয়ারাদের বিরুদ্ধে, উঠল আইনি পদক্ষেপের দাবি Mumbai Metro: মেট্রোর নিয়ম ভাঙার অভিযোগ বরুণ, কিয়ারাদের বিরুদ্ধে, উঠল আইনি পদক্ষেপের দাবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/16/379045-dae57fb6-6053-4465-af28-4a923f4560de.jpg)
নিজস্ব প্রতিবেদন : মেট্রোর মধ্যে দিব্যি বড়া পাও খেতে ব্যস্ত বরুণ ধাওয়ান (Varun Dhawan), কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং অনিল কাপুর ( Anik Kapoor)। বড়া পাও খেতে খেতে মাঝে মধ্যেই অনুরাগীদের জন্য পোজ দিতেও দেখা যাচ্ছে তাঁদের। তারই মাঝে চলন্ত মেট্রোয় উঠে দাঁড়াতে গিয়ে মাঝে একবার বেসামাল হয়ে পড়ছিলেন কিয়ারা, তাঁকে সামাল দিলেন বরুণ। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো পাপারাৎজির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় আক্রমণের মুখে পড়তে হল অনিল, বরুণ, কিয়ারাদের।
বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণী এবং অনিল কাপুরদের মোট্রোয় বড়া পাও খাওয়ার ভিডিয়ো দেখে নেটিজেনদের প্রশ্ন 'মেট্রোয় খাওয়ার অনুমতি কি আদৌ আছে?' কেউ আবার লিখেছেন, 'ভিআইপি ট্রিটমেন্ট', কারোর প্রশ্ন, 'তারকা বলেই কি তাঁরা মেট্রোর নিয়ম ভাঙতে পারেন?' কেউ নিয়ম ভাঙার অপরাধে বরুণ, কিয়ারাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছেন।
আরও পড়ুন-Ravi Kishan: সেনাবাহিনীতে যোগ দিতে চান রবি কিষাণের মেয়ে, কী বললেন অভিনেতা বাবা?
রাজ মেহতা পরিচালিত ছবি 'যুগ যুগ জিও'র প্রচার চালাচ্ছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান ও কিয়ারা আডবাণীরা। ছবির প্রচারের জন্যই সম্প্রতি মুম্বই মেট্রোয় উঠেছিলেন এই তিন তারকা। মাঝে বরুণ তো বলেই বসলেন, মুম্বইয়ের ট্রাফিক এড়াতে মেট্রোয় যাওয়াই ভালো। প্রসঙ্গত, 'যুগ যুগ জিও' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুন। এই ছবিতে বরুণ, কিয়ারা, অনিল ছাড়াও রয়েছেন নীতু কাপুর, মণীষ পাল, প্রযুক্তি কোলি সহ আরও অনেক তারকা।