ঐশ্বর্যাকে নিয়ে টুইটারে বি-টাউনের দুই সেলিব্রিটির ঝগড়া!
ঝগড়াও মাঝে মাঝে বেশ সুন্দর হয়। উপভোগ করার মত হয়। একজন ঐশ্বর্যার প্রেমিক-স্বামী। আরেকজন ঐশ্বর্যার 'প্রেমে পড়তে' চাইছেন। টুইটারে ঝগড়া বেঁধে গেল এই দুজেনর মধ্যে।
Updated By: Sep 6, 2016, 04:40 PM IST
![ঐশ্বর্যাকে নিয়ে টুইটারে বি-টাউনের দুই সেলিব্রিটির ঝগড়া! ঐশ্বর্যাকে নিয়ে টুইটারে বি-টাউনের দুই সেলিব্রিটির ঝগড়া!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/06/65334-aishwaryaraibachchan.jpg)
ওয়েব ডেস্ক : ঝগড়াও মাঝে মাঝে বেশ সুন্দর হয়। উপভোগ করার মত হয়। একজন ঐশ্বর্যার প্রেমিক-স্বামী। আরেকজন ঐশ্বর্যার 'প্রেমে পড়তে' চাইছেন। টুইটারে ঝগড়া বেঁধে গেল এই দুজেনর মধ্যে।
প্রথমজন অভিষেক বচ্চন। দ্বিতীয়জন প্রীতি জিন্টা। করণ জোহরের ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন অ্যাশ। সেই ছবিতেই ঐশ্বর্যার লুকস দেখে অভিভূত প্রীতি জিন্টা। ছবির টিজার দেখে প্রীতি টুইট করেছেন, 'আমার ঐশ্বর্যার উপর গার্ল ক্র্যাশ হয়ে গেছে। আমাকে বাঁচাও!!' টুইটারেই যার জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। লিখেছেন,
আরও পড়ুন,ঐশ্বর্যের সঙ্গে হওয়া দু বছর আগেকার 'রাজ' খুললেন ইমরান হাসমি!