'ওঁরাই তো অন্নদাতা', Farmers' Protest নিয়ে আবেগঘন Sonakshi
সোনাক্ষীর কবিতায় চোখে জল অনুরাগীদের
নিজস্ব প্রতিবেদন : কৃষকরাই তো অন্নদাতা। ফসল, চাষের ক্ষেত ছেড়ে উঠে এসে সেই কৃষকরা কেন প্রাণহীন শহরে ঢুকে পড়লেন? যে কৃষকরা ক্ষেত থেকে ফসল তুলে সাধারণ মানুষের পেটে খাবারের জোগান দেন, সেই হাত দিয়ে কেন তাঁরা বিদ্রোহের মশাল জ্বালাতে শুরু করেছেন? এবার এমনই প্রশ্ন তুললেন সোনাক্ষী সিনহা। কৃষক আন্দোলন নিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী। কৃষকদের নিয়ে অভিনেত্রীর ভাবনা এবার ফুটে উঠল তাঁর কবিতার মাধ্যমে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) একটি কবিতা শেয়ার করেন। 'নজরে মিলাকে খুদ সে পুছো কিঁউ?' শিরোনাম দিয়ে সোনাক্ষী যখন আবৃত্তি করেন, তখন চোখে জল ধরে রাখতে পারেননি অনেকেই। মাটি, লাঙল ছেড়ে কৃষকরা কেন রাস্তায় উঠে এসেছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন 'দাবাং' অভিনেত্রী। এমনকী, কৃষকদের (Farmers' Protest) কেন 'দাঙ্গাকারী' তকমা দেওয়া হচ্ছে? নিজেদের দাবিদাওয়া নিয়ে সরব হলেই তাঁদের 'দাঙ্গাকারী' বলে কেন দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও প্রশ্ন তোলেন অভিনেত্রী।
আরও পড়ুন : আদরের চিম্পুকে নিয়ে সব সময় চিন্তায় থাকতেন হৃষি কাপুর
দেখুন...
তবে এই প্রথম নয়, এর আগেও কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন সোনাক্ষী সিনহা। কেন নিজেদের অধিকার থেকে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন সোনাক্ষী। শত্রুঘ্ন-কন্যার পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জ, তাপসী পান্নু, রিচা চাড্ডার মতো একাধিক অভিনেতা কৃষক আন্দোলন নিয়ে সরব হন বিভিন্ন সময়। যার বিরোধিতা করে বার বার ফুঁসে ওঠেন কঙ্গনা রানাউত। এমনকী, আন্দোলনের নামে রাস্তায় বেরিয়ে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁরা কৃষক নন। আন্দোলনকারীদের 'জঙ্গি', 'সন্ত্রাসবাদী' বলে আক্রমণ করেন কঙ্গনা। যা নিয়ে ইতিমধ্যেই কঙ্গনার (Kangana Ranaut) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্ণাটকের এক আইনজীবী।
আরও পড়ুন : গণধর্ষণের হুমকি দিয়ে 'ব্রাউন টেররিস্ট' বলে কটাক্ষ Priyanka-কে
যদিও এসবের পরও থামেননি কঙ্গনা। কৃষক আন্দোলন নিয়ে বার বার নিজের মত প্রকাশ করে দিলজিৎ দোসাঞ্জ, তাপসী পান্নুদের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াতে শুরু করেন অভিনেত্রী। কৃষক আন্দোলন নিয়ে রিহানার টুইটের সমর্থন করে মুখ খোলায়, তাপসী পান্নুকে মা তুলে আক্রমণ করেন কঙ্গনা। তাপসীকে যেভাবে আক্রমণ করেন কঙ্গনা, তা দেখে 'ধাকড়' অভিনেত্রীর বিরুদ্ধে জোরদার সমালোচনা শুরু করে দেন নেট জনতার একাংশ।