তাহসানের 'ম্যাজিকাল' আইরাই সৃজিতের জীবনের 'গান'?
সৃজিত এবং তাহসান দুজনকেই আইরার ছবি শেয়ার করতে দেখা যায়
![তাহসানের 'ম্যাজিকাল' আইরাই সৃজিতের জীবনের 'গান'? তাহসানের 'ম্যাজিকাল' আইরাই সৃজিতের জীবনের 'গান'?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/09/305561-ayraasss.jpg)
নিজস্ব প্রতিবেদন: তাহসানের জীবনে 'ম্যাজিকের' মতো কাজ করে আইরা। আইরার ছোট্ট হাতের জাদুর ছোঁয়ায় পালটে গিয়েছে তাঁর জীবন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি এমনই একটি স্টেটাস শেয়ার করেন তাহসান খান। তাহসানের শেয়ার করা ওই ছবিতে আইরাকে হাসি মুখে পোজ দিতে দেখা যায়। তাহসানের ওই ছবিতে আইরাকে দেখে ভালবাসায় ভরিয়ে দেন বাংলাদেশি গায়ক, অভিনেতার অনুরাগীরা।
দেখুন...
তাহসান যেদিন মেয়ের ছবি শেয়ার করেন, তার আগে আইরার সঙ্গে দেখা যায় সৃজিত মুখোপাধ্যায়কেও। আইরাকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায় সৃজিতকে। আইরাকে যে কিছু শেখানোর চেষ্টা করছেন সৃজিত, তা ওই ছবি থেকেই স্পষ্ট। শুধু তাই নয়, আইরার সঙ্গে ছবি শেয়র করে 'গান তুমি হও' বলে একটি ক্যাপশন জুড়তে দেখা যায় পরিচালককে। মিথিলা-কন্যার সঙ্গে যে সৃজিতের যে একেবারে বন্ধুর মতো সম্পর্ক, পরিচালকের শেয়ার করা ওই ছবি থেকেই তা স্পষ্ট হয়ে যায়। সম্প্রতি মিথিলা এবং আইরাকে নিয়ে বেড়াতে যান সৃজিত মুখোপাধ্যায়। কখনও সিকিম আবার কখনও ঔরঙ্গাবাদে গিয়ে মিথিলা এবং আইরার সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালককে।
আরও পড়ুন : আসছে বোন, সুখবর দিল Lisa-র ছোট্ট ছেলে
এদিকে ২৫ ডিসেম্বরের আগে আইরাকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেন মিথিলা। ২৫ ডিসেম্বর সৃজিতের সঙ্গে কাটাবেন বলেও স্থির করলেও, শেষ পর্যন্ত নিজের সেই ইচ্ছে পূরণ করতে পারেননি মিথিলা। নিজের বেশ কিছু কাজের জন্যই ওই সময় ঢাকায় পাড়ি দিতে হয় মিথিলাকে। যা নিয়ে মন খারাপ হয়ে যায় সৃজিতের। ২৫ ডিসেম্বর আইরার সঙ্গে সময় কাটাবেন বলে সৃজিত ঠিক করলেও, তা হয়নি। ফলে ২৫ ডিসেম্বর বাবা তাহসানের সঙ্গে দেখা যায় আইরাকে। ২৫ ডিসেম্বর ঢাকায় কাটিয়ে নতুন বছর শুরুর আগেই অবশ্য কলকাতায় ফিরে আসেন মিথিলা।
আরও পড়ুন : আমিরের বাড়িতে বিয়ে, বন্ধুর সঙ্গে ঝলমলিয়ে উঠলেন অভিনেতা-কন্যা
নতুন বছরের শুরুতে কলকাতায় ফেরার পর রাজ-শুভশ্রীর বাড়িতে দেখা যায় সৃজিত-মিথিলাকে। রাজশ্রী পুত্র যুবানের সঙ্গে দেখা করতেই সৃজিত, মিথিলা সেখানে আইরাকে যান বলে জানা যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ভালবসায় আপ্লুত হয়ে যান টলিউডের জনপ্রিয় জুটি।