Kareena Kapoor Khan: 'আমাদের একটু একলা থেকে সামলাতে দিন, মনগড়া গল্প বানাবেন না...'

Saif Ali Khan Stabbed: ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর অবশেষে মুখ খুললেন সইফ-পত্নী করিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন...

Updated By: Jan 16, 2025, 10:12 PM IST
Kareena Kapoor Khan: 'আমাদের একটু একলা থেকে সামলাতে দিন, মনগড়া গল্প বানাবেন না...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খানকে  ধারালো অস্ত্রের কোপ। নিজের বাড়িতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অভিনেতা। ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর অবশেষে মুখ খুললেন সইফ-পত্নী করিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আজকের দিনটা আমাদের পরিবারের জন্য একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং ছিল। এবং এখনও আমরা ঘটনা থেকে বেরিয়ে আসতে পারছি না। আমরা এখন খুবই শক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।শ্রদ্ধার সঙ্গে বিনীতভাবে আমার অনুরোধ যে মিডিয়া এবং পাপারাজ্জিরা জল্পনা এবং কভারেজ থেকে বিরত থাকুন।'

অভিনেত্রী আরও লেখেন, 'যদিও আমরা উদ্বেগ এবং সমর্থনের প্রশংসা করি। কিন্তু এই ধরণের যাচাই আমাদের নিরাপত্তার জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকিও তৈরি করতে পারে। আমি সদয়ভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের বাউন্ডারিকে সম্মান করুন। আমাদের পরিবারকে এই দুঃসময় মোকাবেলা করার জন্য সময় দিন। এই সংবেদনশীল সময়ে আপনার বোঝাপড়া এবং সহযোগিতার জন্য আমি আপনাকে আগাম ধন্যবাদ জানাতে চাই।'

যেই সময় খান বাড়িতে এই দুঃসাহসিক ঘটনা ঘটে। তখন করিনা কাপুর খান কোথায় ছিলেন। এই প্রশ্ন নিয়ে তোলপাড় হয় নেটপাড়া। জানা যায়, বুধবার রাতে করিনা পার্টি করছিলেন। দিদি করিশ্মা কাপুর এবং ঘনিষ্ঠ দুই বোন সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ঘরোয়া ডিনার চলছিল তাঁদের। করিনা নিজেই তাঁদের ডিনারের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘গার্লস নাইট ইন’। তার কিছুক্ষণ পরেই এই ভয়ংকর ঘটনা ঘটে।

সইফের উপর হামলার ঘটনার পরেই করিনা কাপুরকে বান্দ্রার বাড়ির নিচে পায়চারি করতে দেখা গেল করিনাকে। ঢিলেঢালা টি-শার্ট আর ট্রাউজারে উদ্বিগ্ন মুখে ঘুরে বেড়াতে দেখা গেল। উদভ্রান্তের মতো এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটছেন। বারংবার মোবাইলে চোখ রাখছেন। বাড়ির স্টাফেদের সঙ্গে কথা বলছেন। স্ত্রী করিনা কাপুর এবং সন্তানরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানানো হয় পরিবারের তরফে।

উল্লেখ্য, বর্তমান লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেতা স্থিতিশীল রয়েছেন।

আরও পড়ুন:Saif Ali Khan Stabbed: সইফের ছোট ছেলেই ছিল টার্গেট? ১ কোটি টাকা দাবি হামলাকারীর...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.