করোনা ভাইরাসের ওষুধ খুঁজে পেলেন সুস্মিতা সেন!
নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন বাঙালি অভিনেত্রী
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![করোনা ভাইরাসের ওষুধ খুঁজে পেলেন সুস্মিতা সেন! করোনা ভাইরাসের ওষুধ খুঁজে পেলেন সুস্মিতা সেন!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/27/241415-725770-sushmita-sen.jpg)
নিজস্ব প্রতিবেদন : বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বাড়িতে থেকে রুখে দিন করোনা ভাইরাসকে। বাড়ির মধ্যে থাকাই আপাতত করোনা ভাইরাসের ওষুধ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের এমনই বার্তা দেন বলিউড অভিনেত্রী।
প্রাক্তন বিশ্ব সুন্দরী বলেন, বর্তমানে যাঁর যে শরীর খারাপই হোক না কেন, চিকিতসকের পরামর্শ ছাড়া ওষুধ কাবেন না। চিকিতসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খান। না হলে বিপদে পড়তে পারেন বলে সতর্ক করেন বলিউডের বাঙালি অভিনেত্রী।
আরও পড়ুন : মেয়ের জন্মের পর অবহেলা করছেন দত্তক সন্তানদের, বিস্ফোরক অভিযোগ জয়-মাহির বিরুদ্ধে
করোনাকে রুখতে গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুযায়ী প্রত্যেকে প্রধানমন্ত্রীর কথা শুনে ঘরে থাকুন, তবেই করোনার মোকাবিলা করা যাবে বলে সতর্কতা জারি করেন বলিউড সেলেবরা। সেই তালিকায় এবার যু্ক্ত হল সুস্মিতা সেনের নামও।