রিয়ার বয়ানে অসঙ্গতি? ফের জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের বান্ধবীকে!
এরপর ফের রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![রিয়ার বয়ানে অসঙ্গতি? ফের জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের বান্ধবীকে! রিয়ার বয়ানে অসঙ্গতি? ফের জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের বান্ধবীকে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/22/257240-rhea-investi.jpg)
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই তাঁর বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিয়াকে। তবে এরপর ফের রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন : প্রাক্তন ম্যানেজার দিশার আত্মহত্যার সঙ্গে যোগ রয়েছে সুশান্তের মৃত্যুর? ঘনাচ্ছে রহস্য
ব্রেকিং বুম-এর খবর অনুযায়ী, সুশান্তের মৃত্যু নিয়ে পুলিসের সামনে যে বয়ান দিয়েছেন রিয়া, তা সত্যি নয় বলে মনে করা হচ্ছে। সেই কারণে রিয়াকে আবারও ফের পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে। শুধু তাই নয়, রিয়ার বয়ানের সঙ্গে অন্যদের দাবি মিলিয়ে দেখা হবে বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর করিনা-আলিয়া এবার কী করলেন!
এদিকে প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনওযোগ রয়েছে কি না, সে বিষয়ে ধ্বন্দে রয়েছে পুলিস। ফলে দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের আত্মহত্যার যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।