সানি দেওলের কাছে ক্ষমা চাইলেন সানি লিওন
ফের শিরোনামে সানি। তবে এবার জোড়া সানির কাণ্ড। একজন লিওন, অন্যজন দেওল। একজনকে নিয়ে ভারতের বর্তমান মিডিয়া মহল রিম রিম কাগজ লিখেছে। আর অন্যজনের বিষয়ে লেখার জন্য তথ্য হাতড়াতে হয় গণমাধ্যমকে। তবে এবার দুজনে একই সঙ্গে খবরের শিরোনামে। নিছক মজা থেকেই 'সানি দেওয়লের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সানি লিওন'। সানি দেওলকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমাদের নিয়ে যে 'ভয়ানক' রসিকতা গুলো করা হয়, তাঁর জন্যে আমি দুঃক্ষিত। আমাকে ক্ষমা করে দিন। এমন রসিকতা গুলোর জন্য দায়ী একমাত্র আমি"।
![সানি দেওলের কাছে ক্ষমা চাইলেন সানি লিওন সানি দেওলের কাছে ক্ষমা চাইলেন সানি লিওন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/01/26/48436-7sunny.jpg)
ওয়েব ডেস্ক: ফের শিরোনামে সানি। তবে এবার জোড়া সানির কাণ্ড। একজন লিওন, অন্যজন দেওল। একজনকে নিয়ে ভারতের বর্তমান মিডিয়া মহল রিম রিম কাগজ লিখেছে। আর অন্যজনের বিষয়ে লেখার জন্য তথ্য হাতড়াতে হয় গণমাধ্যমকে। তবে এবার দুজনে একই সঙ্গে খবরের শিরোনামে। নিছক মজা থেকেই 'সানি দেওয়লের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সানি লিওন'। সানি দেওলকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমাদের নিয়ে যে 'ভয়ানক' রসিকতা গুলো করা হয়, তাঁর জন্যে আমি দুঃক্ষিত। আমাকে ক্ষমা করে দিন। এমন রসিকতা গুলোর জন্য দায়ী একমাত্র আমি"।