BJP-র সমস্ত পদ থেকে ইস্তফা অভিনেতা Suman Banerjee-র
তবে এখনও পার্টির সদস্য পদ ছাড়েননি বলে দাবি অভিনেতার।
![BJP-র সমস্ত পদ থেকে ইস্তফা অভিনেতা Suman Banerjee-র BJP-র সমস্ত পদ থেকে ইস্তফা অভিনেতা Suman Banerjee-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/28/347955-untitled-50.jpg)
নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় (Suman Banerjee)। বর্তমানে বিজেপির (BJP) রাজ্য কমিটির সদস্য এবং সাংস্কৃতিক আহ্বায়ক পদে আসীন ছিলেন অভিনেতা। এদিন বিজেপির দলীয় কার্যালয়ে এসে রাজ্য বিজেপির পদাধিকারী প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন তিনি। তাহলে কি বিজেপি ছাড়তে চলেছেন অভিনেতা, সেই নিয়েই জল্পনা তুঙ্গে।
#BREAKING বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় এর @SumanBanerjee79 #zee24ghanta pic.twitter.com/DGC4ygir8g
— zee24ghanta (@Zee24Ghanta) September 28, 2021
কিছুদিন আগেই বিজেপি থেকে মুখ ঘুরিয়েছেন অভিনেতা রূপা ভট্টাচার্য ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। রূপার সঙ্গেই বিজেপিতে যোগদান করেছিলেন সুমন বন্দ্যোপাধ্যায়। এদিন সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগ করার কারণ হিসাবে জি ২৪ ঘন্টাকে তিনি জানান যে, 'আমি পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি তবে এর মধ্যে আমার ব্যক্তিগত কোনও সংঘাত নেই। নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তাই পার্টিকে সময় দিতে পারছিলাম না। এতো গুরু দায়িত্ব আমার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। এভাবে দল ও দলের কর্মীদের সঙ্গে অন্যায় করতে চাই না'। চেনা মুখে হওয়া সত্ত্বেও ভবানীপুর উপনির্বাচনে প্রচারে ডাক পাননি অভিনেতা। সেখান থেকেই কি শুরু মনোমালিন্য? সুমনের সাফ জবাব, 'পার্টি প্রয়োজন বোধ করেনি তাই হয়তো ডাকেনি। এছাড়াও আমি অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম।' পাশাপাশি তিনি জানান যে, 'বিজেপি বিশ্বের সবচেয়ে বড় দল, তাদের প্রচারের জন্য কোনও চেনা মুখের দরকার নেই।'
আরও পড়ুন: বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা Suman Banerjee
এরই মাঝে শুরু জল্পনা, তাহলে কি এবার তৃণমূলে যোগদান করতে চলেছেন সুমন। এদিন তিনি জানান,'সমস্ত পদ থেকে ইস্তফা দিলেও সদস্য রয়েছি। বিজেপির সাধারণ কর্মী হিসাবে থাকব, কাজ করব। আগামী কাল আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন, এ রকম কোনও নিশ্চয়তা আছে? আমি এখনও বিজেপিতে আছি, শুধু এটুকুই বলতে পারি।'