রাজ-শুভশ্রীর ছেলে যুবানকে কোলে নিয়ে খোলা চিঠি আদরের মাসি দেবশ্রীর
আদরের বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে যুবান-এর উদ্দেশ্য খোলা চিঠি লিখলেন মাসি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![রাজ-শুভশ্রীর ছেলে যুবানকে কোলে নিয়ে খোলা চিঠি আদরের মাসি দেবশ্রীর রাজ-শুভশ্রীর ছেলে যুবানকে কোলে নিয়ে খোলা চিঠি আদরের মাসি দেবশ্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/18/275686-1196363503168943827286346891564121426257754n.jpg)
নিজস্ব প্রতিবেদন : ''তুমি যখন এলে সালটা ২০২০। পুরো পৃথিবীর আকাশ জুড়ে যখন কালো মেঘ, তোমার মা তুমি আসার মত আনন্দের খবরটা দিল।'' আদরের বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে যুবান-এর উদ্দেশ্য খোলা চিঠি লিখলেন মাসি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।
ছোট্ট যুবানকে নিয়ে হাসপাতাল থেকে ইতিমধ্যেই বাড়ি ফিরে গেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বোন বাড়ি ফিরতেই ছোট্ট বোনপো যুবানের সঙ্গে দেখা করতে যান এবং তাকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা গল দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে। যুবানকে নিয়ে ছবি পোস্ট করে খোলা চিঠিতে দেবশ্রী লিখলেন, ''আনন্দে কেঁদে ফেলেছিলাম সেদিন। আমার সেই ছোট্ট বোন সে আবার মা হতে চলেছে । ১৬ বছর পর বাড়িতে একটা ছোট্ট মানুষ আসছে। তারপরই এল করোনা নামের এই বিষাক্ত রোগ ,আমরা ভয়ে কুঁকড়ে থাকতাম তোমার কথা ভেবে। আম্ফান নামের ঝড় এসে সমস্ত গাছ বাড়ি যখন উড়িয়ে নিয়ে গেল তোমার মায়ের সে কী মন খারাপ, নিজের বাচ্চাকে কি সেই পুরনো কলকাতা ফিরিয়ে দিতে পারবে? চারদিকে শুধুই খারাপ খবর।কত মানুষ তাদের প্রিয় মানুষদের হারিয়ে ফেলছে। মাতৃগর্ভে তুমি। রোজ একটা করে দিন গুনছি কখন তুমি আসবে, আমাদের পরিবারের সবচেয়ে দুঃখের ঘটনাটা ঘটে গেল ২৮ আগস্ট। তোমার ঠাকুরদাদা, আমাদের মেসোমশাই বৈতরণী পার করলেন,ছেড়ে গেলেন আমাদের। তোমাকে না দেখে যাওয়ার কষ্ট ওনার মত আমরাও পেলাম।''
আরও পড়ুন-''আমি না এলে লোকটি ছাড়া পেয়ে যেত'', ট্যাক্সি চালক গ্রেফতারে জবানবন্দি দিলেন মিমি
দেবশ্রী আরও লিখেছেন, ''যেদিন প্রথম কম্পিউটার (USG) এর ভেতর থেকে তোমাকে দেখলাম ,কখন একটু ছুঁয়ে দেখবো শুধু সেই দিন গুনতে লাগলাম। ১২ সেপ্টেম্বর-এর আগের রাতে ঘুম এলো না শুধু তুমি আসবে বলে, এক্সাইটমেন্ট, টেনশন সব মিলিয়ে একটা mixed feelings। OT র সময় হসপিটালে বসে থাকা, তোমার দাদুর হরে কৃষ্ণ মন্ত্র জপ, ছেলে হবে না মেয়ে সেই মেয়ে তর্ক ,সব মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা, তারপর সেই প্রতীক্ষাময় কলটা পেলাম, তোমার বাবা খবর দিলেন, ছেলে হয়েছে।''
যুবান আসায় তাঁর ছেলে ঋষিও যে ভীষণ খুশি, সেকথা লিখতেও ভোলেননি দেবশ্রী। পাশাপাশি যুবানকে ছোট্ট শিবের সঙ্গে তুলনা করে দেবশ্রী লিখেছেন, তাঁর বিশ্বাস এবার সব ঠিক হয়ে যাবে। দেবশ্রীর কথায়, '' ব্যাস; ঋষি দাদার একটা ছোট্ট ভাই হয়েছে ,আমি জানতাম তুমিই আসবে । আমার বিশ্বাস আজকের পর থেকে সব ভালো হবে ।তুমি যে আমাদের নান্হা শিব।''
আরও পড়ুন-সোনমকে 'নেপোটিজমের প্রোডাক্ট' বলে আক্রমণ আমেরিকান ব্লগারের
দেবশ্রী লিখেছেন, ''অপেক্ষা কখন তোমার একটা ছবি দেখব, এলো সেই মুহূর্ত। ছবিতে দেখলাম ফর্সা, লম্বা নাক, আমার থেকেও লম্বা চুল, সব মিলিয়ে একটা যেন জ্যোতি বেরোচ্ছে। সকাল-বিকেল অপেক্ষা করতাম কখন তোমার একটা ফটো বা ভিডিও আসবে ।সেটাকেই বারবার দেখতাম। কি সুন্দর তুমি ইউভ। আমাদের বেবি ,আমাদের সানশাইন। কাল যখন প্রথম তোমাকে কোলে নিয়ে মনে হলো এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু হতে পারে না। ঋষি দাদাকে যখন প্রথম কোলে নিয়েছিলাম, এই রকম অনুভূতি হয়েছিল।''
এখানেই শেষ নয়, ছোট্ট যুবানের উদ্দেশ্যে দেবশ্রী বলেন ''সারাক্ষণ শুধু ঘুনু করলে হবে? উঠে পড়ো । Twinkle Twinkle Little Star বলতে হবে তো আমার সাথে ......''