'তোমার চোখের দিকে তাকিয়ে গোটা জীবন কাটিয়ে দিতে পারি', রাজের জন্মদিনে লিখলেন শুভশ্রী
রাজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
!['তোমার চোখের দিকে তাকিয়ে গোটা জীবন কাটিয়ে দিতে পারি', রাজের জন্মদিনে লিখলেন শুভশ্রী 'তোমার চোখের দিকে তাকিয়ে গোটা জীবন কাটিয়ে দিতে পারি', রাজের জন্মদিনে লিখলেন শুভশ্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/21/235708-69570970.jpg)
নিজস্ব প্রতিবেদন: ২১ ফেব্রুয়ারি নিজের ৪৫ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। রাজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)।
রাজের জন্মদিনে আবেগপ্রবণ শুভশ্রী লিখেছেন, ''আমি কোনও কারণ ছাড়াই তোমার হাত ধরতে চাইব। আমি তোমার চোখের দিকে চেয়েই গোটা জীবন কাটিয়ে দিতে পারি। তুমি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। ঈশ্বরকে ধন্যবাদ আমায় তোমার মত একজন রত্ন উপহার দেওয়ার জন্য। আমার জীবনের প্রতি সেকেন্ড, প্রতি মিনিট তুমি আমার সঙ্গী। আমি বেশ বুঝতে পারি, আমি তোমাকে কতটা ভালোবাসি। জন্মদিনে তোমার জন্য শুভেচ্ছা রইল।''
আরও পড়ুন-জন্মদিনে প্রেম আর বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মনামী
এদিকে রাজের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Deboshree Ganguly)। নিজের ফেসবুকে রাজ-শুভশ্রীর বিয়ের ছবি শেয়ার করে রাজকে সেরা ভগ্নীপতি বলে সম্বোধন করেছেন দেবশ্রী।
এই মুহূর্তে রাজ শুভশ্রী দুজনেই অবশ্য তাঁদের আগামী ছবি 'হাবজিগাবজি'র শ্যুটিংয়ে উত্তরবঙ্গে রয়েছেন। খুব সম্ভবত জন্মদিনটা সেখানেই সেলিব্রেট করবেন রাজ।