বরুণের সঙ্গে নাচ, উত্তাপ ছড়াচ্ছেন নোরা ফতেহি, দেখুন
বরুণ ধাওয়ানের সঙ্গে এই সিনেমায় শ্রদ্ধা কাপুরও রয়েছেন
Edited By:
জয়িতা বসু
|
Updated By: Dec 26, 2019, 05:07 PM IST
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![বরুণের সঙ্গে নাচ, উত্তাপ ছড়াচ্ছেন নোরা ফতেহি, দেখুন বরুণের সঙ্গে নাচ, উত্তাপ ছড়াচ্ছেন নোরা ফতেহি, দেখুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/26/225671-nor.jpgffiifi.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুক্তি পেল স্ট্রিট ডান্সার থ্রি ডি-র নতুন গান গরমি। শ্রদ্ধা কাপুর নয়, বরুণ ধাওয়ানের সঙ্গে এই গানে দেখা যাচ্ছে নোরা ফতেহিকে। গরমি-তে বাদশা এবং নেহা কক্করের ধুনে কোমর দোলাতে দেখা যাচ্ছে বরুণ ধাওয়ান এবং নোরা ফতেহিকে।
দেখুন...
পরিচালক রেমো ডিসুজার এই সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে আইটেম নম্বরে কোমর দোলাতে দেখা যায় নোরকে। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নোরার ভক্তরা।
বর্তমানে কুলি নম্বর ওয়ানের শ্যুটিং করছেন বরুণ ধাওয়ান। এই সিনেমায় সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বরুণ ধাওয়ান। এই প্রথম সইফ-কন্যার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বরুণ ধাওয়ান। যা নিয়ে খুশি বরুণ এবং সারার ভক্তরা। তবে কুলি নম্বর ওয়ান কবে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।