শাহিদ সাবধান! আপনার নাচের কৌশলই 'চুরি' করছেন ভাই ঈশান
সম্প্রতি, ইরানি পরিচালক 'বিয়ন্ড দ্য ক্লাউডস' দিয়ে বলিউডে পা রেখেছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। শুধু তাই নয় শ্রীদেবী কন্যার বিপরীতে 'ধড়ক'-এর শ্যুটিংও প্রায় শেষ। সম্প্রতি মুম্বইয়ের 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর মিউজিক লঞ্চের অনুষ্ঠানে ডান্স পারফর্ম করতে দেখা যায় ঈশানকে। শাহিদ কাপুরের মতই সকলের নজর কাড়েন ঈশান।
![শাহিদ সাবধান! আপনার নাচের কৌশলই 'চুরি' করছেন ভাই ঈশান শাহিদ সাবধান! আপনার নাচের কৌশলই 'চুরি' করছেন ভাই ঈশান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/17/117638-fbdf.jpg)
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি, ইরানি পরিচালক 'বিয়ন্ড দ্য ক্লাউডস' দিয়ে বলিউডে পা রেখেছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। শুধু তাই নয় শ্রীদেবী কন্যার বিপরীতে 'ধড়ক'-এর শ্যুটিংও প্রায় শেষ। সম্প্রতি মুম্বইয়ের 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর মিউজিক লঞ্চের অনুষ্ঠানে ডান্স পারফর্ম করতে দেখা যায় ঈশানকে। শাহিদ কাপুরের মতই সকলের নজর কাড়েন ঈশান।
তবে এই প্রথমবার নয় এর আগেও নিজের ডান্স পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ঈশান খট্টর। প্রসঙ্গত, শাহিদ ও ঈশান খট্টরের মা নীলিমা আজিম একজন খ্যাতনামা কত্থক নৃত্য শিল্পী।
আরও পড়ুন- স্মার্ট ভিলেজের স্বপ্নে বিভোর, অভিনয় দাড়ি 'সারাভাই' রাজেশের