Sorbojaya: সিঁদুর খেলার আগে পুজোর মন্ডপেই মুছে গেল সর্বজয়ার সিঁথির সিঁদুর!
গল্পে নতুন মোড়, সর্বজয়ার জীবনে নতুন বিপত্তি।
![Sorbojaya: সিঁদুর খেলার আগে পুজোর মন্ডপেই মুছে গেল সর্বজয়ার সিঁথির সিঁদুর! Sorbojaya: সিঁদুর খেলার আগে পুজোর মন্ডপেই মুছে গেল সর্বজয়ার সিঁথির সিঁদুর!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/27/347840-sarbajoya.jpg)
নিজস্ব প্রতিবেদন: নীল আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে মা আসছেন। হাতে বাকি মাত্র কয়েকটা দিন, দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে শুধু বাস্তবেই নয় যেভাবে ধারাবাহিকগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দর্শকের জীবনে সেভাবেই ধারাবাহিকের চিত্রনাট্যেও দেখা যাবে দুর্গাপুজো। ইতিমধ্যেই সামনে এসেছে 'সর্বজয়া'(Sorbojaya) ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে সর্বজয়ার বাড়িতে চলছে দুর্গাপুজো।
আরও পড়ুন: Salman Khan: শুরু Bigg Boss-র শুটিং, একমাস পর দেশে ফিরে বিমানবন্দরে ট্রোলড সলমন
সর্বজয়ার বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছে সে নিজেই। বাড়িতে আনা হয়েছে একচালা প্রতিমা। ঢাকে পড়েছে কাঠি। সাজানো হয়েছে গোটা বাড়ি। পুজোর দিনে আর পাঁচটা গৃহবধূর মতো লাল পাড় সাদা শাড়িতেই সেজেছে সর্বজয়া, সঙ্গে সোনার গয়না, কপালে লাল টিপ। একেবারে সাবেকি পুজোর সাজে দেখা মিলল সর্বজয়ার। কিন্তু সেখানেও বিপত্তি। প্রোমোতে দেখা যাচ্ছে মায়ের আরতিতে ব্যস্ত সর্বজয়া। এমন সময়ই সর্বজয়ার স্বামীর চোখে পড়ে যে তাঁর মাথায় ভেঙে পড়ছে আলোর ঝাড়বাতি। স্ত্রীকে বাঁচাতে ছুটে যায় সে, এক ধাক্কায় সর্বজয়াকে সরিয়ে দিলেও নিজেকে বাঁচাতে পারে না সে। ঝাড়বাতি ভেঙে পড়ে সর্বজয়ায় স্বামীর মাথায়। মাটিতে লুটিয়ে পড়ে সে। এক নিমেষে দুর্গাপুজোর মন্ডপেই সমস্ত আনন্দ বদলে যায় দুঃখে। সর্বজয়ার জীবনে নেমে আসে আঁধার।
বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হচ্ছে সর্বজয়াকে। কখনও তালের বড়া কখনও আবার ঘুড়ি ওড়ানো নিয়ে আদিখ্যেতা দেখাচ্ছে সর্বজয়া, এমনটাই অভিযোগ। বিতর্কের জেরে টিআরপিতে জোর ধাক্কা লেগেছে এই ধারাবাহিকের। প্রথম তিন থেকে ছিটকে গত সপ্তাহে সর্বজয়া জায়গা পায় ষষ্ঠ স্থানে। এবার আসতে চলেছে নয়া মোড়। দশমীতে সিঁদুর খেলার আগে দুর্গাপুজোর মন্ডপেই কি মুছে যাবে সর্বজয়ার সিঁথির সিঁদুর? প্রশ্ন নেটিজেনদের।