মুম্বইয়ের ২৮ হাজার অসহায় মানুষকে নিরাপদে সরিয়ে খাবারের ব্যবস্থা করলেন সোনু
ফের 'ত্রাতা' হয়ে উঠলেন সোনু সুদ
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![মুম্বইয়ের ২৮ হাজার অসহায় মানুষকে নিরাপদে সরিয়ে খাবারের ব্যবস্থা করলেন সোনু মুম্বইয়ের ২৮ হাজার অসহায় মানুষকে নিরাপদে সরিয়ে খাবারের ব্যবস্থা করলেন সোনু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/04/253632-sonu-cyclone.jpg)
নিজস্ব প্রতিবেদন : পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছনোর কাজ এখনও করে যাচ্ছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছনোর জন্য একের পর এক বাসের ব্যবস্থা করে নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন সোনু। এসবের মাঝে এবার মুম্বইয়ের ২৮ হাজার মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা।
আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের ফেরাচ্ছেন সোনু, অভিনেতাকে নিয়ে পালটা তরজা কংগ্রেস-বিজেপির
রিপোর্টে প্রকাশ, ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ার আগে মু্ম্বইতে সমুদ্রের পাড়ে বসবাস করা ২৮ হাজার মানুষকে স্থানীয় স্কুল, কলেজের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান সোনু সুদ এবং তাঁর টিম। শুধু তাই নয়, অসহায় মানুষগুলোর জন্য নিজের সাধ্যমতো খাবারের ব্যবস্থাও করেন সোনু।
এসবের পাশাপাশি মুম্বইতে আটকে পড়া অসমের ২০০ জনকে ঘূর্ণিঝড়ের আগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান সোনু সুদ। আপতকালীন পরিস্থিতিতে তাঁদের থাকার জায়গার পাশাপাশি খাবারের ব্যবস্থাও করে দেন অভিনেতা।