জানুন ৩দিনে কত বক্স অফিস কালেকশন হল ‘শিবায়’-র
উত্সবের মরশুম। বলিউডেও একের পর এক ছবি মুক্তি পাচ্ছে এই উত্সবের মরশুমে। করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল এবং অজয় দেবগণের শিবায় একদিনেই মুক্তি পেয়েছিল। করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল তৈরি হওয়া সমস্ত বিতর্ককে কাটিয়ে বক্স অফিসে দারুন সাড়া ফেলে দিয়েছে। ছবিটি ইতিমধ্যেই সলমন খানের সুলতানকে পিছনে ফেলে দিয়েছে। তবে খুব একটা পিছিয়ে নেই অজয় দেবগণের পরিচালিত এবং অভিনীত ছবি শিবায়ও। ছবিটি ৩ দিনে ২৬.৫৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
![জানুন ৩দিনে কত বক্স অফিস কালেকশন হল ‘শিবায়’-র জানুন ৩দিনে কত বক্স অফিস কালেকশন হল ‘শিবায়’-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/31/69367-shivay-31-10-16.jpg)
ওয়েব ডেস্ক: উত্সবের মরশুম। বলিউডেও একের পর এক ছবি মুক্তি পাচ্ছে এই উত্সবের মরশুমে। করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল এবং অজয় দেবগণের শিবায় একদিনেই মুক্তি পেয়েছিল। করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল তৈরি হওয়া সমস্ত বিতর্ককে কাটিয়ে বক্স অফিসে দারুন সাড়া ফেলে দিয়েছে। ছবিটি ইতিমধ্যেই সলমন খানের সুলতানকে পিছনে ফেলে দিয়েছে। তবে খুব একটা পিছিয়ে নেই অজয় দেবগণের পরিচালিত এবং অভিনীত ছবি শিবায়ও। ছবিটি ৩ দিনে ২৬.৫৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!
ইউ মি অওর হাম ছবির পর শিবায় অজয় দেবগণের দ্বিতীয় পরিচালিত ছবি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এরিকা কারকে।