স্বামী রাজ কুন্দ্রার হাতে জল খেয়ে করওয়া চৌথের ব্রত ভাঙলেন শিল্পা শেঠি
শুধু শিল্পাই নয়, স্ত্রীর জন্য উপবাস করেন রাজও।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![স্বামী রাজ কুন্দ্রার হাতে জল খেয়ে করওয়া চৌথের ব্রত ভাঙলেন শিল্পা শেঠি স্বামী রাজ কুন্দ্রার হাতে জল খেয়ে করওয়া চৌথের ব্রত ভাঙলেন শিল্পা শেঠি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/05/286192-shilpa-shetty-karwa-chauth-pooja-jpg.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রত্যেক বছরের মত এবারও স্বামী রাজ কুন্দ্রার জন্য করওয়া চৌথের ব্রত পালন করলেন অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। তবে শুধু শিল্পাই নয়, স্ত্রীর জন্য উপবাস করেন রাজও। এরপর রীতি মেনে পুজোর পর, চাঁদ দেখে, একে অপরকে জল খাইয়ে উপবাস ভাঙান।
করওয়া চৌথের রীতি পালনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন শিল্পা। ভিডিয়োটি পোস্ট করে শিল্পা লেখেন, ''আজকের দিনটি সেই মানুষটির জন্য উৎসর্গ করা যিনি প্রকৃতপক্ষে একজন ভালো জীবনসঙ্গীর উদাহরণ। যিনি আমার সঙ্গে গত ১১ বছর ধরে করওয়া চৌথের উপবাস রাখছেন, আমার সমস্ত খারাপ-ভালো সময়ে পাশে দাঁড়িয়েছেন। যিনি আমার জীবনকে প্রতিটি পদক্ষেপে সুন্দর করে তুলেছেন। সবকিছুর জন্য ধন্যবাদ''।
আরও পড়ুন-সদ্য মা হয়েছেন, স্বামী কুণালের জন্য করওয়া চৌথ পালন করলেন পূজা বন্দ্যোপাধ্যায়
বুধবার অনিল কাপুরের বাংলোয় তাঁর স্ত্রী সুনিতা কাপুরের সঙ্গে করওয়া চৌথের ব্রত পালন করেন শিল্পা শেঠি। তবে শুধু শিল্পাই নন, সেখানে হাজির ছিলেন সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, বরুণ ধাওয়ানের বান্ধবী নাতাশা দালাল, তাঁর বড় জা জাহ্নবী দেশাই ধাওয়ান, নীলম সহ আরও অনেকেই। সেই ব্রত পালনের ভিডিয়োও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা।
আরও পড়ুন-ভিকির জন্য করওয়া চৌথের ব্রত, নেটদুনিয়ায় ফের চর্চায় সুশান্ত-অঙ্কিতার প্রেম
তবে শুধু শিল্পা শেঠিই নন, বুধবার কাজল, রবিনা ট্যান্ডন সহ বলিউডের বহু অভিনেত্রী করওয়া চৌথের ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন।
আরও পড়ুন-হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লড়াইয়ের মাঝেই পরিবার নিয়ে কুৎসা, ক্ষুব্ধ পৌলমী বসু