Swastika Mukherjee| Shibpur Controversy: ‘স্বস্তিকাকে যে অশ্লীল মেল করা হয়েছে, তার উত্তর দিক আগে’, বিস্ফোরক ‘শিবপুর’-এর পরিচালক...

Shibpur Controversy: শিবপুর কাণ্ডে মুখ খুললেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। তিনি বলেন, ইগোর লড়াই চলছে। সেই কারণেই ছবিটার ক্ষতি হচ্ছে। আমি কিন্ত চাইলে দশটা ‘শিবপুর’ বানিয়ে ফেলতে পারি। ওঁরা একটাও বানাতে পারবেন না। এটা বললেও এখন বলা হবে আমি হুমকি দিচ্ছি।

Updated By: Apr 19, 2023, 06:35 PM IST
Swastika Mukherjee| Shibpur Controversy: ‘স্বস্তিকাকে যে অশ্লীল মেল করা হয়েছে, তার উত্তর দিক আগে’, বিস্ফোরক ‘শিবপুর’-এর পরিচালক...

Swastika Mukherjee, Shibpur Controvery, Parambrata Chatterjee, Arindam Bhattacharya,জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  শিবপুর নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ে না। কখনও প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কখনও আবার পরিচালকের বিরুদ্ধে বেশি খরচ, কাজে অসহায়তার অভিযোগ তোলেন পরিচালক। এবার প্রযোজকের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে প্রযোজক অজন্তা সিংহ রায়ের অভিযোগ তিনি নাকি শ্রীকান্ত মোহতা, সৃজিত মুখোপাধ্যায়ের নাম করে প্রযোজককে হুমকি দিয়েছেন, ছবির বাজেট বাড়িয়ে দিয়েছেন পরিচালক এমনকী তাঁর বিরুদ্ধে হার্ড ডিস্ক আটকে রাখারও অভিযোগ তোলেন প্রযোজক। অজন্তা আরও বলেন সন্দীপ সরকার কখনই স্বস্তিকাকে মেইল পাঠায়নি।

আরও পড়ুন- Pathaan X Tiger: প্রকাশ্যে ‘পাঠান X টাইগার’ থিম, শাহরুখ-সলমান জুটিতে মজে নেটপাড়া...

কিছুদিন আগেই এই ছবির প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ হয়েছিলেন ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নায়িকার দাবি ছিল সন্দীপ সরকার তাঁর বন্ধুর মেল আইডি থেকে স্বস্তিকাকে মেলে হুমকি দেন যে, ছবি বিকৃত করে স্বস্তিকার নগ্ন ছবি পর্ন সাইটে তুলে দেবেন তিনি। স্বস্তিকা ইম্পা ও পুলিস দুই জায়গায় অভিযোগ জানানোর পরেই স্বস্তিকার সঙ্গে আলোচনায় বসেন ছবির আরেক প্রযোজক অজন্তা সিংহ রায়। এরপরে মেইলেই ক্ষমা চান ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার। তিনি বলেন যে নেশাগ্রস্ত অবস্থায় তিনি স্বস্তিকার মেইল আইডি দিয়েছিলেন তাঁর বন্ধুকে। মঙ্গলবার অজন্তার সাংবাদিক বৈঠকের পরেই অরিন্দম মুখ খোলেন এই অভিযোগের বিরুদ্ধে।

প্রযোজকের হুমকির অভিযোগের বিরুদ্ধে পরিচালক অরিন্দম ভট্টাচার্য বলেন, ‘আমি বলেছি যে শ্রীকান্ত মোহতার মতো প্রযোজকও এইসব ছোট-ছোট ব্যাপারে নাক গলান না। আর সৃজিত মুখোপাধ্যায়ও তাঁর ছবিতেকে সুর করবে সেই ব্যাপারে প্রযোজকের পরামর্শ নেন না। এটাকে যদি হুমকি দেওয়া বলে তাহলে আর কী বলব!’ স্বস্তিকার সঙ্গে প্রযোজকের যোগাযোগের একমাত্র সূত্র ছিলেন পরিচালক। এই অভিযোগের বিরুদ্ধে অরিন্দম বলেন, ‘স্বস্তিকার বয়স পাঁচ আর আমার বারো। আমি যা করতে বলেছি স্বস্তিকা তাই করেছে। ও নিজে কিছুই বোঝে না, পরিচালকের কথায় কাজ করে। এর বেশি আর কীই বা বলতে পারি! স্বস্তিকাকে যে নোংরা ইমেল করা হলো সেটা নিয়ে উত্তর দিক ওঁরা।’

আরও পড়ুন- Priyanka Chopra: ‘বলিউডে মেধা অনুযায়ী কাস্টিং হওয়া উচিত, রাজনীতি বা নাটক করে নয়’, ফের বোমা ফাটালেন প্রিয়াঙ্কা

সন্দীপ সরকারের অশ্লীল মেল প্রসঙ্গে অরিন্দম বলেন, ‘আমার কাছে সন্দীপের পাঠানো সেই ইমেল রয়েছে যেখানে তিনি ক্ষমা চেয়ে জানিয়েছেন তিনি তাঁর বন্ধুকে স্বস্তিকার ইমেল আইডি দিয়েছিলেন এবং সে নেশাগ্রস্ত অবস্থায় ওই মেল পাঠায়। সেই মেলের প্রমাণ আমি দিতে পারি।’ পাশাপাশি উলটে অরিন্দম অভিযোগ করেন যে, তাঁকে না জানিয়েই বদলে ফেলা হয়েছে ছবির সংগীত পরিচালক। সেখানেই প্রশ্ন তোলেন পরিচালককে না জানিয়ে কেন সংগীত পরিচালক বেছে নেওয়া হল।

অরিন্দমের দাবি, একটা ইগোর লড়াই চলছে। সেই কারণেই ছবিটার ক্ষতি হচ্ছে। আমি কিন্ত চাইলে দশটা ‘শিবপুর’ বানিয়ে ফেলতে পারি। ওঁরা একটাও বানাতে পারবেন না। এটা বললেও এখন বলা হবে আমি হুমকি দিচ্ছি। আমার সঙ্গে যাই হয়ে যাক, যত ঝামেলাই হোক আমি চাইব ছবিটা মুক্তি পাক। আজই আমি এবং অজন্তার স্বামী দুজনেই থানায় গিয়েছিলাম। একটা মধ্যস্থতার জায়গায় ব্যাপারটা হয়তো আসবে। থানা থেকে অভিযোগও তুলে নেওয়া হয়েছে। এখন আমি অবশ্যই চাই একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.