চতুর্থ সন্তান! আবারও বাবা হচ্ছেন শাহরুখ?
আবারও বাবা হচ্ছেন শাহরুখ! কী নাম রাখবেন সেটাও নাকি ঠিক করে ফেলেছেন! আরে দাঁড়ান দাঁড়ান। চোখ কপালে তোলার আগে পুরো কথাটা তো জানুন-
![চতুর্থ সন্তান! আবারও বাবা হচ্ছেন শাহরুখ? চতুর্থ সন্তান! আবারও বাবা হচ্ছেন শাহরুখ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106436-srk-4-child2.jpg)
নিজস্ব প্রতিবেদন : আবারও বাবা হচ্ছেন শাহরুখ! কী নাম রাখবেন সেটাও নাকি ঠিক করে ফেলেছেন! আরে দাঁড়ান দাঁড়ান। চোখ কপালে তোলার আগে পুরো কথাটা তো জানুন-
'টেড টকস ইন্ডিয়া: নয়ি সোচ'-এর সঞ্চলনা করছেন শাহরুখ খান। সেই শোয়েরই শ্যুটিং চলছিল। আর সেখানেই একটি এপিসোডের শ্যুটিং করতে গিয়ে নাজেহাল হতে হল বাদশাকে। পিঙ্ক ভিলা সূত্রে খবর, শ্যুটিংয়ের সময় 'আকাঙ্খা', এই নামটি উচ্চরণ করতে সমস্যায় পড়েন শাহরুখ। তিনি নাকি কিছুতেই ঠিক করে উচ্চরণ করতে পারছিলেন না।
আর এসআরকে-এর রসবোধের কথা তো সকলেরই জানা। তিনি মজা করে বলেন এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে আমাকে আগে কখনওই পড়তে হয়নি। একটা নাম উচ্চারণ করতে গিয়ে হিমসিম খেয়ে গেছি। আমি এবার চতুর্থ সন্তানের কথা ভাবছি, যার নাম আমি রাখব 'আকাঙ্খা'।
তাহলেই বুঝলেন তো কিং খানের চতুর্থ সন্তান হওয়ার রহস্যটা আসলে কী।