‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ে কী করলেন সইফ কন্যা সারা ও সুশান্ত? দেখুন ছবি
Updated By: Sep 3, 2017, 09:12 PM IST
![‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ে কী করলেন সইফ কন্যা সারা ও সুশান্ত? দেখুন ছবি ‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ে কী করলেন সইফ কন্যা সারা ও সুশান্ত? দেখুন ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/03/92724-sara1-3-9-17.jpg)
ওয়েব ডেস্ক: সইফ কন্যা সারা আলি খান । বলিউডে ডেবিউ করছেন পরিচালক অভিষেক কাপুরের কেদারনাথ ছবির হাত ধরে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন এম.এস ধোনি নায়ক সুশান্ত সিং রাজপুত। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে, খুব শীঘ্রই বলিউডে নায়িকা দৌড়ে আসতে চলেছেন সইফ কন্যা সারা। অবশেষে সেই দিনটা আসতে চলেছে। কেদারনাথ ছবির শ্যুটিং শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। জানা গিয়েছে এমনটাই।
কেদারনাথ ছবির পরিচালক এবং সদস্যেরা শ্যুটিং শুরুর আগে সদ্যই ঘুরে এলেন কেদারনাথ মন্দির থেকে। সেখানে তাঁদের মজা করার ছবি বিভিন্ন ফ্যান ক্লাবের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে টুইটার এবং ইনস্টাগ্রামে। দেখুন সেই ছবি।