গোয়ায় ভক্তের মোবাইল ছুড়ে ফেলে দিলেন সলমন, ভাইরাল অভিনেতার ভিডিয়ো
সলমন খানের ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে জোর চর্চা
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![গোয়ায় ভক্তের মোবাইল ছুড়ে ফেলে দিলেন সলমন, ভাইরাল অভিনেতার ভিডিয়ো গোয়ায় ভক্তের মোবাইল ছুড়ে ফেলে দিলেন সলমন, ভাইরাল অভিনেতার ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/28/231233-518470-451013-salman13.jpg)
নিজস্ব প্রতিবেদন : রাধে-র শ্যুটিংয়ের জন্য সবে সবে গোয়ায় পৌঁছে (Salman Khan) সলমন খান যা করলেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাধে-র শ্যুটিংয়ের জন্য মঙ্গলবার (Goa) গোয়ায় পৌঁছন সলমন খান। গোয়া বিমানবন্দরে নামার পরপরই সলমনকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওছেন তাঁর ভক্তরা। প্রিয় তারকাকে কাছে পেয়ে ছবি তুলতে যান সলমনের এক ভক্ত। এতেই চটে যান সলমন।
আরও পড়ুন : খোলামেলা পোশাকে ভারতীয় মহিলাদের লজ্জায় ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা, ফের আক্রমণ অভিনেত্রীকে
(Actor) অভিনেতার অনুমতি না নিয়ে কেন তাঁর ছবি তোলা হচ্ছে, সেই ক্ষোভে ভক্তের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন সলমন খান। শুধু তাই নয়, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরপরই তা ছুড়ে ফেলে দেন সলমন। পাপারাতজির ক্যামেরায় সেই ছবি এবং (Video) ভিডিয়ো উঠে আসতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে স্বার্থপরতা করেছেন! স্বীকার করলেন সইফ
দেখুন সলমন খানের সেই ভিডিয়ো...
সম্প্রতি মুক্তি পায় সলমন খানের সিনেমা দাবাং থ্রি। এই সিনেমায় সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সলমন খান। যদিও দাবাং থ্রি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। দাবাং থ্রি-র পরই রাধের শ্যুটিং শুরু করেন সলমন। এই সিনেমায় দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বলিউডের ভাইজান।