ফের কি কাছাকাছি সলমন-ঐশ্বর্য? ছবি ঘিরে শোরগোল
![ফের কি কাছাকাছি সলমন-ঐশ্বর্য? ছবি ঘিরে শোরগোল ফের কি কাছাকাছি সলমন-ঐশ্বর্য? ছবি ঘিরে শোরগোল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/17/96353-salman-khan-and-aishwarya-rai.jpg)
নিজস্ব প্রতিবেদন : ফের কি কাছাকাছি এলেন সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন? এমনকী, ঐশ্বর্য রাই-এর গালে ঠোঁটের ছোঁয়া দিতেও দেখা গেল সলমনকে? অবাক লাগছে শুনতে? কিন্তু, এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। যা দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে গিয়েছে নেটিজেনদের। কিন্তু, বিষয়টি কি জানেন?
আরও পড়ুন : সইফ নন, করিনার সঙ্গে সম্পর্ক ছিল কমল রসিদ খানের?
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের একটি ফ্যান পেজের তরফে ওই ছবি প্রকাশ্যে আনা হয়। যেখানে পুরোপুরি ফটোশপের কারিকুরিতে সলমন এবং ঐশ্বর্যকে কাছাকাছি আনা হয়েছে। অর্থাত, ফটোশপের মাধ্যমেই ঐশ্বর্য এবং সলমনকে পাশাপাশি এনেছেন তাঁদের কোনও এক ভক্ত। তবে যতই ‘ফেক’ ছবি হোক না কেন, প্রাক্তন ওই ‘লাভবার্ডসের’ এক ফ্রেমে আসার ছবিতে ফের গুঞ্জন শুরু হয়েছে।
আরও পড়ুন : কুর্তা, পাঞ্জাবির সঙ্গে লেহেঙ্গা, বিরাট-অনুষ্কার নতুন সাজ, কেন?
১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’-এ শেষবারের মত একফ্রেমে দেখা যায় সলমন খান এবং ঐশ্বর্য রাই-কে। ২০০২ সালে ওই দু’জনের মধ্যে তিক্ততা ওঠে চরমে। এবং, শেষে দু’জনের বিচ্ছেদও হয়ে যায়। সলমনের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ, অপমান সহ বিভিন্ন অভিযোগে সরব হন রাই সুন্দরি। আর তারপর থেকে এ পর্যন্ত আর একফ্রেমে দেখা যায়নি ঐশ্বর্য রাই এবং সলমন খানকে।
তথ্য-ইন্ডিয়া ডট কম