Julia's Eyes-র বাংলা রিমেক 'অন্তর্দৃষ্টি'তে Rituparna, থাকছেন Riteish Deshmukh
ঋতুপর্ণার সঙ্গে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন বলি অভিনেতা রীতেশ দেশমুখ।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Julia's Eyes-র বাংলা রিমেক 'অন্তর্দৃষ্টি'তে Rituparna, থাকছেন Riteish Deshmukh Julia's Eyes-র বাংলা রিমেক 'অন্তর্দৃষ্টি'তে Rituparna, থাকছেন Riteish Deshmukh](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/16/333209-05-1493980148-2.jpg)
নিজস্ব প্রতিবেদন: স্প্যানিশ ছবি Julia's Eyes-র বাংলা রিমেক 'অন্তর্দৃষ্টি'তে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবিতে দিদি ও বোনের দ্বৈত ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। কবীর লাল পরিচালিত এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন বলি অভিনেতা রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)।
'অন্তর্দৃষ্টি' ছবিটির বিষয়ে Zee ২৪ ঘণ্টাকে ঋতুপর্ণা জানান, ''এটা একটা সাসপেন্স থ্রিলার। কবীরজির (পরিচালক কবীর লাল) সঙ্গে এটা রীতেশের প্রথম ছবি। যদিও রীতেশ এটাতে কেমিও চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে একটি Prize Distribution অনুষ্ঠানে আমার বসের চরিত্রে ওকে দেখা যাবে। এর আগে অবশ্য ডেভিড ধাওয়ানের Do Not Disturb ছবিতে রীতেশের সঙ্গে আমি কাজ করেছিলাম। রীতেশ বাংলা ছবিতে কাজ করতে পেরে খুশি, ও বলেছে ভালো চিত্রনাট্য পেলে বাংলায় ছবিতে কাজ করতে চায়।''
আরও পড়ুন-সাতপাকে বাঁধা Rahul Vaidya ও Disha Parmar, সিঁদুর দান থেকে মালা বদল, রইল সব ছবি
ঋতুপর্ণা আরও জানান ''এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়। বাংলার পাশাপাশি, হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু সহ একাধিক ভাষায় Julia's Eyes-র রিমেক হচ্ছে। এটার হিন্দি রিমেকে অভিনয় করছেন তাপসী পান্নু। তবে বাংলা ছবিটিই প্রথম মুক্তি পাবে। মুম্বই, দেরাদুনে ছবির শ্যুটিং হয়েছে।''
জানা যায়, এক অন্ধ মেয়ে কীভাবে বোনের মৃত্যু প্রতিশোধ নেবে, সেটাকে কেন্দ্র করেই এগোবে 'অন্তর্দৃষ্টি'র গল্প।