সিঁদুরখেলায় মাতলেন ঋতুপর্ণা
বাগবাজারে জমজমাট সিঁদুরখেলা। অভিনেত্রী ঋতুপর্ণাও সামিল হলেন মাতৃবরণে। মাতলেন সিঁদুরখেলায়। মায়ের কাছে কী প্রার্থনা করলেন অভিনেত্রী? টলিউড স্টার জানালেন, মায়ের কাছে শক্তি প্রার্থনাই তাঁর একমাত্র কামনা।
Updated By: Oct 11, 2016, 05:05 PM IST
![সিঁদুরখেলায় মাতলেন ঋতুপর্ণা সিঁদুরখেলায় মাতলেন ঋতুপর্ণা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/11/67807-ritu.jpg)
ওয়েব ডেস্ক : বাগবাজারে জমজমাট সিঁদুরখেলা। অভিনেত্রী ঋতুপর্ণাও সামিল হলেন মাতৃবরণে। মাতলেন সিঁদুরখেলায়। মায়ের কাছে কী প্রার্থনা করলেন অভিনেত্রী? টলিউড স্টার জানালেন, মায়ের কাছে শক্তি প্রার্থনাই তাঁর একমাত্র কামনা।
আরও পড়ুন, ভালোবাসার রঙে মেতে ওঠার নামই সিঁদুরখেলা
বাঙালির ক্যালেন্ডারে বিজয়া দশমী বরাবরই ছলছল দিন। মহালয়ার শিউলি বিছানো ভোরে মনের অন্দরমহলে যে ঢাক বাজতে শুরু করেছিল, আজ তাতে বিসর্জনের বোল। তবু হাসিমুখেই চলে সিঁদুরখেলা।বিজয়ার অস্তরাগে লাল রঙে অপরূপা হয়ে ওঠে এই সব মুখ।
আরও দেখুন, বাড়ির পুজোয় ভোগ বিতরণ বোন জুটিতে
Tags: