নীতুর সামনেই মহিলার উপর খাপ্পা ঋষি, কী করলেন রণবীর!
ফের মহিলা ভক্তের সঙ্গে বচসায় জড়ালেন ঋষি কাপুর। তাও আবার মুম্বইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে। কিন্তু, সময়মত সেখানে রণবীর কাপুর হাজির হওয়ায়, বিষয়টি সামলে নেন।
![নীতুর সামনেই মহিলার উপর খাপ্পা ঋষি, কী করলেন রণবীর! নীতুর সামনেই মহিলার উপর খাপ্পা ঋষি, কী করলেন রণবীর!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/12/105060-hrishi-nitu.jpg)
ওয়েব ডেস্ক : ফের মহিলা ভক্তের সঙ্গে বচসায় জড়ালেন ঋষি কাপুর। তাও আবার মুম্বইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে। কিন্তু, সময়মত সেখানে রণবীর কাপুর হাজির হওয়ায়, বিষয়টি সামলে নেন।
ঘটনা কী?
সম্প্রতি হৃষি কাপুর, নীতু কাপুর, দিদি রিধিমা কাপুর এবং ভাগ্নিকে নিয়ে ডিনারে বেরোন রণবীর কাপুর। মুম্বইয়ের ব্যান্দ্রা-কুরলায় একটি জনপ্রিয় রেস্তারাঁয় যায় কাপুর পরিবার। সেখানেই এক মহিলা ভক্ত কাপুরদের সঙ্গে সেলফি তলার আবদার করেন। রণবীর কাপুর এবং নীতু কাপুরের সঙ্গে সেলফি তুললেও, বাদ পড়ে যান ঋষি।
আরও পড়ুন : সামনেই বিয়ে, তার আগেই সোনামের মধুচন্দ্রিমা নিয়ে চড়ছে জল্পনা
এরপর ঋষি কাপুরের সঙ্গে সেলফি তুলতে গেলেই চলতে যান রণবীর কাপুরের বাবা। সেলফি তোলা হবে না বলে বেশ কিছুটা চিত্কার করেই বলেন তিনি। ঋষিকে ‘রুড’ বলে সেখান থেকে সরে যান ওই মহিলা। আর তাতেই খেপে যান ঋষি। সামনে রণবীর কাপুর থাকায়, বিষয়টি সামলে নেন। এমনকী, ওই মহিলা ভক্তের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমাও চেয়ে নেন রণবীর কাপুর। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায়।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কখনও ভক্তদের উদ্দেশ্যে খারাপ ব্যবহার করেছেন ঋষি কাপুর আবার কখনও সাংবাদিকদের উপরও ক্ষোভ উগরে দিয়েছেন।