Brahmastra : বক্স অফিসে RRR, ভুলভুলাইয়া ২-কে শুইয়ে দিল রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'

হুহু করে বিক্রি হচ্ছে টিকিট। মুক্তির আগেই এবার 'RRR', 'ভুলভুলাইয়া ২'-কেও হারিয়ে দিল 'ব্রহ্মাস্ত্র'। কোভিড পরবর্তী পরিস্থিতিতে সমস্ত বলিউড ছবিকেই ছাপিয়ে যেতে চলেছে রণবীর-আলিয়ার এই ছবি। এমনটাই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। ছবি দেখার জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। রিপোর্ট বলছে, গোটা দেশে শুধুমাত্র আইনক্স, পিভিআর সিনেপ্লেক্সে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রথমদিনের জন্য টিকিট বিক্রির পরিমান ১ লক্ষ ৩১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। যা 'RRR', কিংবা 'ভুল ভুলাইয়া ২'র ক্ষেত্রেও হয়নি। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 7, 2022, 03:58 PM IST
Brahmastra : বক্স অফিসে RRR, ভুলভুলাইয়া ২-কে শুইয়ে দিল রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'

Brahmastra, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : হুহু করে বিক্রি হচ্ছে টিকিট। মুক্তির আগেই এবার 'RRR', 'ভুলভুলাইয়া ২'-কেও হারিয়ে দিল 'ব্রহ্মাস্ত্র'। কোভিড পরবর্তী পরিস্থিতিতে সমস্ত বলিউড ছবিকেই ছাপিয়ে যেতে চলেছে রণবীর-আলিয়ার এই ছবি। এমনটাই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। ছবি দেখার জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। রিপোর্ট বলছে, গোটা দেশে শুধুমাত্র আইনক্স, পিভিআর সিনেপ্লেক্সে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রথমদিনের জন্য ১ লক্ষ ৩১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। যা 'RRR', কিংবা 'ভুল ভুলাইয়া ২'র ক্ষেত্রেও হয়নি। 

রিপোর্ট বলছে, বহু দর্শকই চাইছেন, মুক্তির প্রথমদিনেই রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' দেখে ফেলতে। সেক্ষেত্রে মুক্তির দিনে টিকিট বিক্রির পরিমাণ সবথেকে বেশি। তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র জাতীয়স্তরেই 'ব্রহ্মাস্ত্র'র টিকিট বুকিং সীমাবদ্ধ ছিল। তবে বুধবার থেকে আন্তর্জাতিক স্তরেও অর্থাৎ ভারতের বাইরেও আগ্রিম টিকিট বুকিং করা যাবে। সেক্ষেত্রে টিকির বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।  'RRR', এবং 'ভুল ভুলাইয়া ২'-কে ছাপিয়ে গেলেও প্রথমদিনের টিকিট বুকিংয়ের নিরিখে এই ছবি এখনও KGF 2-র পিছনে রয়েছে। 

আর পড়ুন-অভিনয়ে পা, বলিউডে ডেবিউ করছেন সুস্মিতার প্রাক্তন রোহমান

একনজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যান...(প্রথমিনের অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে)

  • KGF 2 (হিন্দি) : ৫ লক্ষ ৫ হাজার টিকির বিক্রি হয়েছিল
  • ব্রহ্মাস্ত্র :         ১ লক্ষ, ৩১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে (মঙ্গলবার সকাল ১১.৩০ পর্যন্ত)
  • ভুলভুলাইয়া ২:   ১ লক্ষ ১২ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল
  • RRR (হিন্দি) : ১ লক্ষ ৯ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল
  • লাল সিং চাড্ডা: ৬৪ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল
  • গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি : ৬১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল
  • জুগ জুগ জিও : ৫৬ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল
  • শামসেরা : ৫০ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল
  • সম্প্রাট পৃথ্বীরাজ : ৪৫ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল

প্রসঙ্গত, রণবীরের 'শামসেরা' সাফল্য পায়নি। তবে রণবীরের 'ব্রহ্মাস্ত্র'র ক্ষেত্রে বক্স অফিসের অন্যছবিই দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। উঠে আসা তথ্য বলছে গত রবিবার সামগ্রিকভাবে 'ব্রহ্মাস্ত্র'র ৬.৬০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। যার মধ্যে ছবির থ্রিডি ভার্সান দেখার জন্যই ৫.৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে ২ডি শো এবং অন্য ভার্সানের জন্য টিকিট বুকিং করা যাবে বুধবার থেকে। প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর (শুক্রবার) মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র'। চলচ্চিত্র বিশ্লেষক অতুল মোহন বলেন, ছবি মুক্তির দিনই ৪০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে ব্রহ্মাস্ত্র। আর দ্বিতীয় দিনে এর ব্য়বসা ছাড়াতে পারে ৫০ কোটিতে। যা 'ভুল ভুলাইয়া-২', 'সূর্যবংশী'র মতো ছবিকেও ছাপিয়ে যেতে পারে। প্রসঙ্গত, 'ভুল ভুলাইয়া ২'-র প্রথম দিনে ১৪ কোটির ব্যবসা করেছিল। আর প্রথম দিনে সূর্যবংশীর ব্য়বসা ছিল ২৬ কোটি। তাই মনে করা হচ্ছে 'ব্রহ্মাস্ত্র'-র হাত ধরেই বলিউডের সুসময় ফিরতে পারে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে এখনও পর্যন্ত সব থেকে বেশি ব্যবসা করেছে RRR এবং KGF 2 । এই দুই ছবির ব্যবসার পরিমাণ ছিল যথাক্রমে ২২৩ এবং ১৩৪ কোটি টাকা। তবে শুধু ব্য়বসা করার ক্ষেত্রেই নয়, এই মুহূ্র্তে 'ব্রহ্মাস্ত্র' বলিউডের সবথেকে দামি ছবি বলেই দাবি করা হচ্ছে। এই মেগা বাজের ছবির বাজেট ৪১০ কোটি টাকা।

অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'কে প্যান ইন্ডিয়া ফিল্ম বলে চিহ্নিত করা হয়েছে। তাই হিন্দি বলয়ের পাশাপাশি দক্ষিণভারতেও এই ছবি সাফল্য পাবে বলে আশা করা হচ্ছে। তার উপর অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায় ছাড়াও এই ছবিতে উপরি পাওনা দক্ষিণী তারকা নাগার্জুন এবং জুনিয়র NTR। দক্ষিণে এই ছবির প্রচারের দায়িত্ব নিয়েছেন রাজামৌলি। ইতিমধ্যেই তাঁর সঙ্গে মিলে পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রণবীর কাপুর, আলিয়া ভাট এবং নাগার্জুনকেও ছবির প্রচার করতে দেখা গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.