আলিয়ার পরিচারিকার সঙ্গে পোজ, ভাইরাল রণবীরের ছবি
হু হু করে ভাইরাল হয়ে যায় ছবি
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![আলিয়ার পরিচারিকার সঙ্গে পোজ, ভাইরাল রণবীরের ছবি আলিয়ার পরিচারিকার সঙ্গে পোজ, ভাইরাল রণবীরের ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/04/23/245662-aaliaiia-rnbr.jpg)
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে কি আলিয়া ভাট-রণবীর কাপুর একই বাড়িতে রয়েছেন! বহুদিন ধরেই শুরু হয়েছে এমন গুঞ্জন। করোনা ভাইরাসের জেরে লকডাউন শুরু হতেই একই অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সে রণবীরের সঙ্গে হেঁটে বেড়াতে দেখা যায় আলিয়াকে। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার ভাইরাল হল আলিয়া-রণবীরের আরও একটি ছবি।
আরও পড়ুন : গান গাইতে গিয়ে হু হু করে কাঁদছেন নেহা, কী হল বলিউডের জনপ্রিয় গায়িকার!
যেখানে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আরও একজনকে। দুই তারকার ওই ফ্রেমে দেখা যায় আলিয়া ভাটের বাড়ির পরিচারিকাকে। আলিয়াকে যিনি সব সময় সামলে রাখেন, সেই মহিলার সঙ্গে ভাইরাল হয় রণবীর কাপুরের পরপর দুটি ছবি।
দেখুন...
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে ওই মহিলার ছবি প্রকাশ্যে আসার পরই তাঁদের একসঙ্গে থাকার গুঞ্জন আরও জোরদার হয়। যদিও লকডাউনের জেরে আলিয়া-রণবীর একসঙ্গে রয়েছেন কি না, সে বিষয়ে মন্তব্য করেননি কোনও তারকাই।