Oh!Mother Season 2: দিয়ার একাধিক পুরুষসঙ্গীর কথা জানতে পেরেও কি চুপ করে থাকবে সৌরভ?
জীবনের জটিল অঙ্ক কি মেলাতে পারবে পাবলোরা!
Updated By: Aug 31, 2019, 06:15 PM IST
![Oh!Mother Season 2: দিয়ার একাধিক পুরুষসঙ্গীর কথা জানতে পেরেও কি চুপ করে থাকবে সৌরভ? Oh!Mother Season 2: দিয়ার একাধিক পুরুষসঙ্গীর কথা জানতে পেরেও কি চুপ করে থাকবে সৌরভ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/31/206543-weebebbbebebebbb.jpg)
নিজস্ব প্রতিবেদন: পাবলো কি প্রিয়াঙ্কাকে কাছে পাবে? দিয়ার সঙ্গে বিয়েটা কি শেষ পর্যন্ত টিকে থাকবে সৌরভের? দিয়ার অগনিত পুরুষসঙ্গী এবং উশৃঙ্খল জীবন কি মেনে নেবে সৌরভ? এমন নানা প্রশ্নের মুখে জীবন কি আরও জটিল হয়ে যাচ্ছে ওদের? শিপ্রা, রঞ্জনের মতবিরোধ কি আদৌও শেষ হবে? কি অবাক লাগছে তো শুনে?
এসব প্রশ্নের উত্তর পেতে হলে এবারও আপনাকে দেখতে হবে 'ও! মাদার'-এর সিজন টু। যেখানে এক একজনের জীবনের জটিল অধ্যায়ের শেষে কী হবে, তার স্পষ্ট উত্তর পাওয়া যাবে।
৩০ অগাস্ট থেকে আড্ডা টাইমসে শুরু হয়েছে 'ও! মাদার'-এর সিজন টু। বাংলা এবং হিন্দি, এই ২টি ভাষায় এবারও দেখা যাবে আড্ডা টাইমসের এই ওয়েব সিরিজ। প্রথম সিজনের সাফল্যের পর এবার দর্শককে কাছে টানতে ফের শুরু হয়ে গেল 'ও! মাদার'-এর দ্বিতীয় সিজন।