Salman নয়, করণ জোহর সঞ্চালনা করবেন Bigg Boss OTT
সল্লু ভাই নয় পরিচালক করণ জোহর সঞ্চালনা করলেন বিগ বসের ওয়েব ভার্সন।
![Salman নয়, করণ জোহর সঞ্চালনা করবেন Bigg Boss OTT Salman নয়, করণ জোহর সঞ্চালনা করবেন Bigg Boss OTT](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/24/334824-karan.jpg)
নিজস্ব প্রতিবেদন : সলমন খানকে দেখা যাবে না Bigg Boss OTT-র সঞ্চালনায়, কানাঘুসো শোনাই যাচ্ছিল একথা। এবার জানা গেল, সল্লু ভাই নয় পরিচালক করণ জোহর সঞ্চালনা করলেন বিগ বসের ওয়েব ভার্সন।
এ বিষয়ে করণ নিজেই বলেছেন, ''আমার মা এবং আমি বিগ বসের অনুরাগী। দর্শক হিসাবে আমাকে ভীষণভাবে এন্টারটেইন করে এই শো। অনেক আগে এই শো সঞ্চালনা করেছি ও আনন্দ পেয়েছি। আবার বিগ বস ওটিটি-র জন্য সেই সুযোগ পাচ্ছি। নিঃসন্দেহে আনন্দের বিষয়।''
আরও পড়ুন, ফের চর্চায় বাদশা কন্যা,Tank Top ও Denim Shortsএ Hot লুকে Suhana Khan
বিগ বস শুরুর আগেই তা কে সঞ্চালনা করবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবারে যদিও বিগ বস টেলিভিশনের আগে ছয় সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্মে চলবে। তখনই শোনা যাচ্ছিল ওটিটি-র সঞ্চালনা করবেন সিদ্ধার্থ শুক্লা। তবে এবার শোনা গেল সলমন বা সিদ্ধার্থ, অনলাইনে বিগ বস হোস্ট করবেন করণ জোহর।
৮ অগাস্ট থেকে Voot-এ শুরু হতে চলেছে বিগ বস। আর বিতর্ক যে করণের পছন্দের বিষয় তা তো কফি উইথ করণ দেখে এতদিনে সবাই বুঝে গিয়েছেন। গসিপ থাকলে তিনি আর কিছুই চান না। আর তার জন্য বিগ বসের থেকে ভাল প্ল্যাটফর্ম কী হতে পারে!