প্রিন্স নরুলার সঙ্গে প্রেম করছেন যুবিকা? সত্যিটা নিজেই জানালেন
Updated By: Aug 21, 2017, 07:54 PM IST
![প্রিন্স নরুলার সঙ্গে প্রেম করছেন যুবিকা? সত্যিটা নিজেই জানালেন প্রিন্স নরুলার সঙ্গে প্রেম করছেন যুবিকা? সত্যিটা নিজেই জানালেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/21/91407-yuvika-21-8-17.jpg)
ওয়েব ডেস্ক: গুঞ্জনের সুত্রপাত বিগ বস –এর ঘর থেকেই। ২ বছর আগে রিয়েলিটি শো বিগ বস সিজন ৯-এ রোম্যান্টিকভাবে যুবিকা চৌধুরিকে প্রোপোজ করেছিলেন প্রিন্স নরুলা । এখনও কি তাঁরা একে অপরকে ডেটিং করছেন? খোলসা করলেন যুবিকা।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে যুবিকা চৌধুরি বলেন, ‘প্রিন্স আমার খুব ভালো বন্ধু। ও খুব ভালো একজন অভিনেতা এবং ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অসাধারণ। আমাদের দুজনের কানেকশনও খুব ভালো। কিন্তু তার মানে এই নয় যে আমরা ডেটিং করছি।’
যুবিকা আরও বলেন, ‘যদি আমি প্রিন্সের সঙ্গে ডেটিং করি, তাহলে লুকাবো কেন? এরকম কিছু একটা রটেছে, যেটা আমিও শুনেছি। কিন্তু এসব আমার উপর কোনও প্রভাব ফেলে না। যেদিন ওর প্রতি তেমন কিছু অনুভব করব, তাহলে গর্বের সঙ্গে নিজেই জানিয়ে দেব।’