Mamta Kulkarni: 'লজ্জা নিয়ে ফিরেছিলাম, মুখের ওপর দরজা বন্ধ করেছিল সলমান-শাহরুখ'!...

Mamta Kulkarni: সাংসারিক জীবন ত্যাগ করে আধ্যাত্মিকতার পথে গেলেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন শাহরুখ খান ও সলমান খান তাঁর  'মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন'। তিনি শোনালেন সেদিনের কথা...

Updated By: Feb 8, 2025, 05:08 PM IST
Mamta Kulkarni: 'লজ্জা নিয়ে ফিরেছিলাম, মুখের ওপর দরজা বন্ধ করেছিল সলমান-শাহরুখ'!...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নব্বইয়ের অন্যতম প্রধান নায়িকা মমতা কুলকার্নি (Mamta Kulkarni) তাঁর নতুন জীবনযাত্রার জন্য তিনি এখন খবরের শিরোনামে। সাংসারিক জীবন ত্যাগ করে আধ্যাত্মিকতার পথে গেলেন নায়িকা। সম্প্রতি এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাতকারে এসে তিনি বলেছেন এই কথা। 
আরও পড়ুন- Swastika-Paoli: এক দশক পর একসঙ্গে! ডার্ক কমেডিতে স্বস্তিকা-পাওলি...

শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমান খানের (Salman Khan) -এর 'করণ অর্জুন' (Karan Arjun) নামে এক জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন তাঁর ভক্তরা। সেই সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেছেন শুটিংয়ের সময় খানরা তাঁর 'মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন'। 

যখন রজত শর্মা (Rajat Sharma) তাঁকে ' আপ কি আদালত' (Aap Ki Adalat)-এ জিজ্ঞাসা করেন শুটিং চলাকালীন তিনি কি শাহরুখ খান এবং সলমান খানের উপর চিৎকার করেছিলেন? এর প্রশ্নে তিনি জানান, 'না, আমি তাদের উপর চিৎকার করিনি।' তারপরই তিনি জিজ্ঞাসা করেন তাঁকে, 'শাহরুখ আপনাকে এটা বলেছে?' প্রশ্নের উত্তরের অপেক্ষা না করেই মমতা কুলকার্নি বললেন, 'আমি তোমাকে বলছি সেদিন আসলে কী ঘটেছিল'। 

'আসলে চিন্নি প্রকাশ (Chinni Prakash) ছিলেন করণ অর্জুনের কোরিওগ্রাফার। শাহরুখ এবং সলমান দুজনেই শুটিংয়ের জন্য গিয়েছিলেন এবং আমি একা বসে ছিলাম। প্রায় দেড় ঘন্টা পর, চিন্নি প্রকাশের সহকারী আমার দরজায় কড়া নাড়লেন। আমি বললাম, 'কি হয়েছে?' তিনি বললেন, 'মাস্টারজি আপনাকে ডাকছেন,' অভিনেত্রী বললেন এই কথা। 
আরও পড়ুন- Samrat-Moyna Divorce: ভাঙছে ২২ বছরের সংসার! বিচ্ছেদের পথে সম্রাট-ময়না?

তিনি থেমে আবার বললেন, '...তারপর আমি উপরে গেলাম। সিঁড়ি ছিল, যখন আমি উপরে উঠছিলাম, সলমান এবং শাহরুখ দুজনেই আমার পাশ দিয়ে গেলেন এবং তাঁরা হাসলেন। আমি চুপ করে রইলাম। তখন রাত প্রায় ৮টা, আমি মাস্টারজির কাছে গেলাম। তিনি আমাকে বললেন, 'এই বিশেষ অংশটি তুমি একাই করবে।' আমি বললাম, 'তুমি কী বলছো?' 

অভিনেত্রী সেইদিনের ঘটনার স্মৃতিচারণ করে বলেছেন পরের দিন তিনিই প্রথম অভিনেত্রী যিনি নৃত্যের একটি বিশেষ অংশ শ্যুট করেছিলেন। 

'পরের দিন সকালে, প্রথম শটটি আমারই ছিল। সেদিন আমার নাচের বিশেষ অংশটির শট হয়েছিল। শাহরুখ এবং সলমান ঝোপের আড়াল থেকে আমাকে দেখছিল। আমি দেখলাম তাঁরা আবার আমাকে দেখে হাসছে। এরপরের শটটি তাদেরই ছিল।'

'৫০০০ লোকের মধ্যে তাদেরকে হাঁটু গেড়ে বসে একটা স্টেপ করতে হয়েছিল। তাঁরা এত রিটেক নিল যে পরিচালক অবশেষে চিৎকার করে বললেন, 'প্যাক আপ করো। আমরা সবাই আমাদের ঘরে দৌড়ে গেলাম। আমি জানতাম গত সন্ধ্যায় তারা আমার সঙ্গে শট নিয়েছে। আমার কোন স্টেপ তাঁদের কোরিওগ্রাফার বদলাক আমি চাইনি। এই জন্যই তাঁরা যখন দৌড়ে যায় আমিও তাই করি। আমি আসার সঙ্গে সঙ্গেই সলমান আমাকে থামিয়ে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল।' বিস্তারিতভাবে জানালেন মমতা কুলকার্নি।

সেই সময় 'করণ অর্জুন' (১৯৯৫) বক্স অফিসে বিরাট সাফল্য পায়। রাকেশ রোশনের (Rakesh Roshan) পরিচালনায় এই ছবিটি হয়েছিল। শাহরুখ (Shah Rukh), সলমান (Salman), কাজল (Kajol), রাখী (Raakhee), মমতা কুলকার্নির সঙ্গে প্রধান ভূমিকায় অভিনয় করেন এই ছবিতেই।

২০২৫ সালের মহাকুম্ভমেলায় (MahaKumbh 2025) কিন্নর আখড়া (Kinnar Akhara) সাহায্যে মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর উপাধি লাভ করেন। তবে, এটি করার সাত দিনের মধ্যেই, বেশ কয়েকটি হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিবাদের মুখে পড়তে হয় তাঁকে এবং তাঁকে মহামণ্ডলেশ্বর পদ থেকে অপসারণ করা হয়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.