আচমকাই খারাপ খবর সেলেব জুটি মুরলি-অশ্বিনির বাড়িতে
অশ্বিনির সঙ্গে ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন মুরলি শর্মা
Edited By:
জয়িতা বসু
|
Updated By: Jun 9, 2020, 02:11 PM IST
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![আচমকাই খারাপ খবর সেলেব জুটি মুরলি-অশ্বিনির বাড়িতে আচমকাই খারাপ খবর সেলেব জুটি মুরলি-অশ্বিনির বাড়িতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/09/254686-sharma-murliii.jpg)
নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুরলি শর্মার মা পদ্ম শর্মা। মৃতেযুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুরলি শর্মার মা।
রিপোর্টে প্রকাশ, হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয় বলিউডের অন্যতম 'ভিলেন'-এর মায়ের। গত বছর চলে যান অভিনেতার বাবা ব্রিজভূষণ শর্মা। ৮৪ বছর বয়সেই প্রয়াত হন তিনি। ওই ঘটনার পর এক বছর কাটতে না কাটতেই এবার চলে গেলেন মুরলি শর্মার মা।
প্রসঙ্গত ২০০৯ সালে বলিউড অভিনেত্রী অশ্বিনি কালেস্করকে বিয়ে করেন মুরলি শর্মা। যদিও মুরলির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন অশ্বিনি। এর আগে বলিউড অভিনেতা নীতিশ পান্ডের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অশ্বিনি। তবে ২০০২ সালে নীতিশের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর।