'ঘুমোতে পারছেন না', করোনায় আক্রান্ত হয়ে জানালেন অভিনেত্রী মোহেনা কুমারি
ঋষিকেশের একটি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে বলে খবর
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
!['ঘুমোতে পারছেন না', করোনায় আক্রান্ত হয়ে জানালেন অভিনেত্রী মোহেনা কুমারি 'ঘুমোতে পারছেন না', করোনায় আক্রান্ত হয়ে জানালেন অভিনেত্রী মোহেনা কুমারি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/02/253164-mohennaaa.jpg)
নিজস্ব প্রতিবেদন : করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি পরিবারের ৬ জন। কোভিড পজিটিভ হওয়ার পর থেকে যেন ঘুম উড়ে যায় তাঁর চোখের। নিজের জন্য ভাবনায় নয়, পরিবারের সবচেয়ে ছোট সদস্য যখন করোনায় আক্রান্ত হয়, তার জন্য চিন্তা তো হবেই। সেই সঙ্গে পরিবারের বয়ষ্করাও যখন পজিটিভ হন, তখন সেই চিন্তার মাত্রা আরও কয়েক গুন বেড়ে যায়। করোনায় আক্রান্ত হওয়ার পর এবার এমনই মন্তব্য করেন অভিনেত্রী মোহেনা কুমারি।
আরও পড়ুন : কোভিড ১৯-এ আক্রান্ত মোহেনা কুমারি, করোনা নিয়ে হাসপাতালে অভিনেত্রীর পরিবারের আরও ৬ জন
মোহেনার পরিবারে বর্তমানে ২২ জন সদস্য রয়েছেন, তাঁরা প্রত্যেকেই কি কোভিড পজিটিভ? এমন প্রশ্নের উত্তরে ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায় অভিনেত্রী জানান, তাঁদের সঙ্গে অনেকেই থাকেন। বাড়ির কর্মীদের জন্য পৃথক পৃথক কোয়ার্টার রয়েছে। সেখানেও থাকেন অনেকে। ফলে প্রত্যেকে নন, তাঁদের পরিবারের ৭ জনের শরীরে আপাতত করোনার জীবাণু মিলেছে। ফলে তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।