''আমি না এলে লোকটি ছাড়া পেয়ে যেত'', ট্যাক্সি চালক গ্রেফতারে জবানবন্দি দিলেন মিমি
সাংসদ, অভিনেত্রী আরও জানান, ''ওদের মতো কিছু লোকজনের জন্যই আমাদের শহরের বদনাম হয়।''
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![''আমি না এলে লোকটি ছাড়া পেয়ে যেত'', ট্যাক্সি চালক গ্রেফতারে জবানবন্দি দিলেন মিমি ''আমি না এলে লোকটি ছাড়া পেয়ে যেত'', ট্যাক্সি চালক গ্রেফতারে জবানবন্দি দিলেন মিমি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/18/275675-55564.jpg)
নিজস্ব প্রতিবেদন : ''আমি না এলে লোকটি ছাড়া পেয়ে যেত, আরও অনেক মেয়ের সঙ্গে অসভ্যতামি করত। তাই আমার আসা দরকার ছিল।'' শুক্রবার আলিপুর কোর্টে জবানবন্দি দেওয়ার পর এমনটাই জানালেন মিমি চক্রবর্তী। সাংসদ, অভিনেত্রী আরও জানান, ''ওদের মতো কিছু লোকজনের জন্যই আমাদের শহরের বদনাম হয়। বিচারককে ওই দিনের ঘটনার কথা সবটা জানিয়েছি।''
গত সোমবার জিম করে বাড়ি ফেরার পথে এক ট্যাক্সি চালক মিমি চক্রবর্তীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন বলে অভিযোগ। জানা যায়, বালিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সেসময় ওই ট্যাক্সি চালক অভিনেত্রীর গাড়ি ওভারটেক করার চেষ্টা করেন এবং অভিনেত্রীকে অশালীন ইঙ্গিত করেন। পরে ওই ট্যাক্সিটিকে তাড়া করে ধরে ফেলেন মিমি। এই ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন রাতেই দেবা যাদব বলে ওই চালককে গ্রেফতার করা হয়। ওই ট্যাক্সি চালকের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের হয়।
শুক্রবার ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আলিপুর কোর্টে জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।