মা হতে চলেছেন Kriti Sanon! বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এসে জানালেন 'আমি মিমি'
বেড়েছে ১৫ কেজি ওজন। এমনকি সামনে এসেছে কৃতির বেবি বাম্পের ছবি...
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![মা হতে চলেছেন Kriti Sanon! বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এসে জানালেন 'আমি মিমি' মা হতে চলেছেন Kriti Sanon! বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এসে জানালেন 'আমি মিমি'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/09/331692-5e4baf61-1c88-49c3-b603-eb9a851264c2.jpg)
নিজস্ব প্রতিবেদন : মা হতে চলেছেন কৃতি শ্যানন (Kriti Sanon) । দু-দিন ধরে এমন খবরে সরগরম বি-টাউন। কেউ পুরো বিষয়টা বুঝে ওঠার আগেই জানা যাচ্ছে কৃতি নাকি ৮ মাসের অন্তঃসত্ত্বা। বেড়েছে ১৫ কেজি ওজন। এমনকি সামনে এসেছে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি।
আর সবার মতো আপনিও নিশ্চয় ভাবছেন ব্যাপারটা কী? কার সঙ্গেই বা সম্পর্কে রয়েছে কৃতি (Kriti Sanon)?
তাহলে একটু খোলসা করেই বলা যাক। সম্প্রতি, কৃতির যে বেবি বাম্পের ছবি দেখে লোকজন চমকে গেছেন, তা আসলে 'মিমি'র। এটি লক্ষণ উতেকর পরিচালিত একটি মারাঠি ছবি 'মালা আই ভাচে'র হিন্দি রিমেক। যেখানে অন্তঃসত্ত্বা মহিলার ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে(Kriti Sanon)। ছবির শ্যুটিং ফ্লোরের ছবিই সামনে এসেছে। 'মিমি'র জন্য নাকি ১৫ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। যা তাঁর পক্ষে একটু কঠিনই ছিল বলে জানিয়েছেন কৃতি।
আরও পড়ুন-Srabanti-কে নিয়ে গুঞ্জনের মাঝেই প্রেমিকাকে নিয়ে পাহাড়ে একান্তে অভিনেত্রীর ছেলে
ছবির পোস্টার মুক্তি পেয়েছিল আগেই, ৯ জুলাই শুক্রবার, মুক্তি পেয়েছে 'মিমি'র টিজার। যেখানে গর্ভাবস্থার বিভিন্ন স্টেজ তুলে ধরা হয়েছে। টিজারটি ইনস্টাগ্রামে শেয়ার করে কৃতি মজা করে লিখেছেন, ''এটা আপনারা যেটা আশা করেছিলেন সেটা নয়।'' জানিয়েছেন 'মিমি'র ট্রেলার মুক্তি পাবে ১৩ জুলাই মঙ্গলবার।
আরও পড়ুন-স্বামী সুবান রায়ের সঙ্গে বিয়ে ভাঙছে 'কৃষ্ণকলি' Tiyasha-র? মুখ খুললেন অভিনেত্রী
এই ছবিতে কৃতি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। জানা যাচ্ছে, 'মিমি'র গল্পে উঠে আসবে একজন সারোগেট মা-এর গল্প। তবে বিষয়বস্তু গুরুগম্ভীর হলেও কমেডির মোড়কেই সেটা তুলে ধরা হবে বলে জানিয়েছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। ছবিটি OTT প্ল্যাটফর্মেই মুক্তি পাবে বলে নির্মাতাদের তরফে জানানো হয়েছে।