Kiss Day 2021: একে অপরের ঠোঁটে ঠোঁট Gourab-Devlina-র
একে অপরের ঠোঁঠে ঠোঁট রাখতে দেখা গেল দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়কে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Kiss Day 2021: একে অপরের ঠোঁটে ঠোঁট Gourab-Devlina-র Kiss Day 2021: একে অপরের ঠোঁটে ঠোঁট Gourab-Devlina-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/13/306345-2260d75ec42b43786e8dc3ea2b53e9f2.jpg)
নিজস্ব প্রতিবেদন : দুমাস আগেই সাতপাকে বাঁধা পড়েছেন। আর বিয়ের পর প্রথম 'ভ্যালেন্টাইন্স ডে' উদযাপন করবেন না তা কি হয়!। প্রেম দিবসের আগে আসে 'Kiss Day'। ১৩ ফেব্রুয়ারি শনিবার একে অপরের ঠোঁঠে ঠোঁট রাখতে দেখা গেল দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়কে।
'Kiss Day'-তে গৌরবকে চুমু খাওয়ার ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবলীনা। যেখানে দেখা যাচ্ছে দুজনের চোখই বন্ধ, একে অপরকে চুম্বন করতে যাচ্ছেন তাঁরা। ছবি পোস্ট করে ক্যাপশানে দেবলীনা লেখেন, ''এবার বধূকে চুমু খাওয়া যেতে পারে। আমাদের চুম্বন দিবসের গল্প। প্রত্যেকটা দিনই চুম্বন দিবস হোক''।
আরও পড়ুন-Kiss Day: Shweta-কে প্রকাশ্যেই চুম্বন উদিত নায়ারণ পুত্র Aditya-র
আরও পড়ুন-Kiss Day 2021: বলি তারকাদের বিতর্কিত চুমু
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সাতপাঁকে বাঁধা পড়েন টলিউডের অন্যতম জুটি দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। করোনা আবহের মাঝেও ধুমধাম করে বসে টলিউডর ওই জুটির বিয়ের আসর। বিয়ের দিন লাল বেনারসীতে একেবারেই বাঙালি বধূর সাজেই দেখা গিয়েছিল দেবলীনা কুমারকে। আর গৌরবের পরনে ছিল সাদা ডিজাইনার ধুতি-পাঞ্জাবি। যদি দেবলীনা 'চুম্বন দিবস'এ যে ছবিটি শেয়ার করেছেন সেটা তাঁর খ্রিস্টিয় মতে বিয়ের ছবি। যেদিন সাদা গাউনে সেজেছিলেন দেবলীনা। গৌরব পরেছিলেন ব্লেজার।