Kishore Kumar Birth Anniversary: কিশোর কুমারের বায়োপিক, কে হবেন পর্দার কিংবদন্তি?
তাঁর অভিনয়, গানের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বারবার উঠে এসেছে চর্চায়। রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি, লীনা চন্দ্রভরকর- চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বারবারই তাঁর ব্যক্তিগত জীবন উঠে এসেছে খবরের শিরোনামে। শুধুমাত্র বৈবাহিক জীবনই নয়, সবমিলিয়ে তিনি ছিলেন রঙিন চরিত্রে। তাঁকে ঘিরে রয়েছে হাজারও মজাদার গল্প।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চারের দশক থেকে শুরু করে টানা চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতে বিরাজ করেছেন তিনি আর শ্রোতাদের মনে আজও তাঁর আবেদন একইরকম। তিনি কিংবদন্তি কিশোর কুমার (Kishore Kumar)। আজ, বৃহস্পতিবার কিশোর কুমারের ৯৩ তম জন্মদিন। শাস্ত্রীয় সংগীতের তথাকথিত তালিম না থাকা সত্ত্বেও সুরের আকাশে খুব তাড়াতাড়িই উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন মেলেডি কিং। তার অন্যতম কারণ অবশ্যই তাঁর কন্ঠের আবেদন। প্রেমের গান হোক বা বিরহের গান কিংবা পার্টি সং সবেতেই কিশোর কুমার(Kishore Kumar) ছিলেন অনবদ্য, তাই তাঁর মৃত্যুর তিন দশক পরেও তিনি সমান জনপ্রিয়। শুধুমাত্র গান নয়, অভিনয়েও তাঁর অবদান অস্বীকার্য।
তাঁর অভিনয়, গানের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বারবার উঠে এসেছে চর্চায়। রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি, লীনা চন্দ্রভরকর- চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বারবারই তাঁর ব্যক্তিগত জীবন উঠে এসেছে খবরের শিরোনামে। শুধুমাত্র বৈবাহিক জীবনই নয়, সবমিলিয়ে তিনি ছিলেন রঙিন চরিত্রে। তাঁকে ঘিরে রয়েছে হাজারও মজাদার গল্প। হাফ পেমেন্ট পেয়ে ছবির জন্য হাফ মেকআপ করা, নিজের বাড়ির বাইরের কার্ডে লিখে রাখা ‘কিশোর হইতে সাবধান’, কখনও বা তাঁর বলিষ্ঠ রাজনৈতিক সচেতনতা তাঁকে তুলে এনেছে খবরের শিরোনামে।
আরও পড়ুন: Shehnaaz Gill Photo: সমুদ্র সৈকতে প্রাকৃতিক মাড স্পা-এ মজে শেহনাজ...
কিশোর কুমারের জীবন নিয়ে এখনও শোনা যায় নানা গল্প। তাই তাঁর বায়োপিক নিয়ে উৎসাহ রয়েছে অনেক। কিন্তু কবে তৈরি হবে এই বায়োপিক। কাকেই বা দেখা যাবে কিশোর কুমারের চরিত্রে, তা জানতে আগ্রহী দর্শক। কিশোর কুমারের বায়োপিক যে তৈরির পথে তা জানিয়েছেন তাঁর পুত্র অমিত কুমার। কিন্তু কে, বা কারা সেই বায়োপিক তৈরি করবেন তা নিশ্চিত নয়। কিছুদিন আগেই অমিত কুমার জানিয়েছিলেন যে, তাঁর বাবাকে তাঁর পরিবারের থেকে ভালো কে চিনবে! তাই পারিবারিক উদ্যোগেই তৈরি হবে এই বায়োপিক।
প্রসঙ্গত, প্রথমে এই বায়োপিক তৈরি করার কথা ছিল পরিচালক অনুরাগ বসুর। তখন সেই ছবিতে কিশোর কুমারের চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। এছাড়া সুজিত সরকারের নামও শোনা যায়। কিন্তু আপাতত দুই পরিচালকই এই প্রজেক্ট থেকে সরিয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তৈরি হতে চলেছে বায়োপিক। কিন্তু পর্দায় কে হতে চলেছে কিশোর কুমার, তা এখনও জানা যায়নি।