সাপের ছোবল খেতে পারেন! জলে ঝাঁপ দিতে গিয়ে কী কাণ্ডটাই না করলেন পর্দার 'কর্ণ'
জলে যে 'তেনারা' থাকতে পারেন, সেই ভয়টা তো আরও মারাত্মক। মানে সাপের ভয়ের কথা বলছিলাম আর কি...
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![সাপের ছোবল খেতে পারেন! জলে ঝাঁপ দিতে গিয়ে কী কাণ্ডটাই না করলেন পর্দার 'কর্ণ' সাপের ছোবল খেতে পারেন! জলে ঝাঁপ দিতে গিয়ে কী কাণ্ডটাই না করলেন পর্দার 'কর্ণ'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/01/299295-582e3cdf-53a7-4f6d-8c44-a467692f022b.jpg)
নিজস্ব প্রতিবেদন : দৃশ্যতে রয়েছে 'রাধিকা'কে ডাকতে ডাকতে তার খোঁজে জলে ঝাঁপ দেবেন 'কর্ণ'। জলের উপর পড়ে 'রাধিকা'র হলুদ ওড়না। আর এই দৃশ্যের শ্য়ুটিংয়ে কালঘাম ছুটে গেল অভিনেতা ক্রুশল আহুজার। এই কণকণে ঠাণ্ডায় পুকুরে ঝাঁপ! ক্রুশলের অবস্থাটা ভাবুন একবার! তার উপর জলে যে 'তেনারা' থাকতে পারেন, সেই ভয়টা তো আরও মারাত্মক। মানে সাপের ভয়ের কথা বলছিলাম আর কি...
সাপে কে না ভয় পান। তাই সাঁতার জানা সত্ত্বেও পুকুরে ঝাঁপ দিতে ঘাবড়েই গিয়েছিলেন পর্দার 'কর্ণ'। বারবার এগিয়ে গিয়েও থমকে যাচ্ছেন। এই দৃশ্যের শ্যুটিংয়ে একাধিক টেক দিতে হল অভিনেতা ক্রুশল আহুজাকে। 'কি করে বলবো তোমায়'-ধারাবাহিকের শ্যুটিংয়ের মুহূর্তটি ভিডিয়ো করে পোস্ট করেছেন অভিনেতা ক্রুশল আহুজা। লিখেছন, ''সাঁতার জানা সত্ত্বেও পুকুরে ঝাঁপ দিতে ইতস্তত করছিলাম। একে ঠাণ্ডা জল, তার উপর সাপের ভয় আমায় আটকাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত ঝাঁপ দিলাম। অয়নদা সহ কি করে বলব তোমায় টিমকে পাশে থাকার জন্য ধন্যবাদ। একটা সুন্দর অভিজ্ঞতা।''
আরও পড়়ুন-Twitter, Instagram থেকে সমস্ত পোস্ট উধাও, আসল সত্যি প্রকাশ্যে আনলেন Deepika Padukone
ক্রুশল আহুজা তো শ্যুটিং শেষ করে ফেলেছেন। তবে এই দৃশ্যটি কবে ধারাবাহিকে সম্প্রচারিত হবে এখন সেটাই দেখার। পুরো চমকটা 'কি করে বলব তোমায়' ধারাবাহিকটি দেখলে তবেই বোঝা যাবে।
আরও পড়ুন-New Year 2021: ৩১ ডিসেম্বর রাতে জমিয়ে সেলিব্রেশন পতৌদি পরিবারে