KBC 12: ১ কোটির প্রশ্নের উত্তর জানা নেই, ৫০ লক্ষতেই শো ছাড়ল বছর ১২র প্রতিযোগী
১ কোটির প্রশ্নের উত্তর দিতে গিয়েই থমকে যায় অনামায়া।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![KBC 12: ১ কোটির প্রশ্নের উত্তর জানা নেই, ৫০ লক্ষতেই শো ছাড়ল বছর ১২র প্রতিযোগী KBC 12: ১ কোটির প্রশ্নের উত্তর জানা নেই, ৫০ লক্ষতেই শো ছাড়ল বছর ১২র প্রতিযোগী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/17/296196-0ffe000b-e6a3-4c51-808d-73a03452d9a21234567.jpg)
নিজস্ব প্রতিবেদন : শুরুটা ভালোই হয়েছিল। এগোচ্ছিলও ভালো। ধীরে ধীরে ১ কোটির প্রশ্নের দোরগোড়ায় পৌঁছে যায় অনামায়া দিবাকর। অনামায়ার বয়স মাত্র ১২। এই বয়সে আনামায়া যেভাবে কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)তে অমিতাভের করা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তা হয়ত অনেক বড়রাও পারবেন না। আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল সে। তবে ১ কোটির প্রশ্নের উত্তর দিতে গিয়েই থমকে যায় অনামায়া।
কী ছিল সেই ১ কোটির প্রশ্ন?
'মহাভারত' (Mahabharat) থেকে ১২ বছরের অনামায়াকে প্রশ্নটি করেছিলেন অমিতাভ বচ্চন। দেখুন তো আপনার জানা আছে কিনা এই প্রশ্নের উত্তর। প্রশ্নটি ছিল, ''কর্ণের কোন পুত্র কুরুক্ষেত্র যুদ্ধে বেঁচে গিয়ে যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞে অংশ নিয়েছিলেন?''
উত্তরের অপশন গুলি ছিল, ১) বৃষকেতু ২) সত্যসেনা ৩) বৃষসেনা ৪) বৃহন্ত। সঠিক উত্তরটি ছিল ১) বৃষকেতু।
আরও পড়ুন-Cyber bullying-এর শিকার, এমনই সিদ্ধান্তই নিলেন Rafiath Rashid Mithila
আরও পড়ুন-Dubai-তে মিউজিক ভিডিয়োর শ্যুটে Hot লুকে অভিনেত্রী Ena Saha
প্রসঙ্গত, ১ কোটির প্রশ্নের উত্তর সম্পর্কে নিশ্চিত না হওয়ায় ৫০ লক্ষ টাকা নিয়ে ফিরতে হয় বছর ১২র প্রতিযোগী অনামায়া দিবাকরকে। (KBC) চলাকালীন প্রতিযোগীর সঙ্গে মজার ছলে খুনসুটি করতেও দেখা যায় বিগ বি-কে (Amitabh Bachchan)।