করিনার কোলে তৈমুর, ছবি ভাইরাল
ছেলে তৈমুরের কপালে চুমু খাচ্ছেন করিনা কাপুর খান, আর সেই ছবি ভাইরাল হবে না, তা তো হতেই পারে না। (করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর তৃতীয়বার বিয়ে করতে চলেছেন)
Updated By: Mar 20, 2017, 05:25 PM IST
![করিনার কোলে তৈমুর, ছবি ভাইরাল করিনার কোলে তৈমুর, ছবি ভাইরাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/20/81334-kareena-kapoor-khan.jpg)
ওয়েব ডেস্ক: ছেলে তৈমুরের কপালে চুমু খাচ্ছেন করিনা কাপুর খান, আর সেই ছবি ভাইরাল হবে না, তা তো হতেই পারে না। (করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর তৃতীয়বার বিয়ে করতে চলেছেন)
দুদিন আগেই মা, মাসি আর ন্যানির সঙ্গে বেড়াতে বেরিয়েছিল নবাব পরিবারের রাজপুত্র তৈমুর। তখন ন্যানির কোলে তৈমুরকে দেখে মন খারাপ হয়ে গিয়েছিল করিনা ফ্যানদের। অনেকে টুইটও করেন, কী করে এমনটা করতে পারলেন বেবো? ঠিক তার পরদিনই তৈমুরকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন করিনা। (সন্ধেবেলায় তৈমুরকে নিয়ে মুম্বই ঘুরলেন করিনা কাপুর)