ইনস্টাগ্রামে নিজের প্রথম কোন হট ছবি পোস্ট করলেন করিনা?
ভাবা যায়, করিনা কাপুরের নাকি এতদিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল না? তিনি বলিউড ডিভা। তিনি বেগম পতৌদি। তাঁর মতো সুন্দরী অভিনেত্রী বলিউডে কমই আছেন। আর সেই করিনা কাপুর এতদিন ইনস্টাগ্রামে ছিলেন না! অবশেষে ইনস্টাগ্রামে অভিষেক হল তাঁর। তৈরি করলেন নিজের ইনস্টাগ্রাম পেজ। আর পেজের প্রথম ছবিতেই তিনি হট।
![ইনস্টাগ্রামে নিজের প্রথম কোন হট ছবি পোস্ট করলেন করিনা? ইনস্টাগ্রামে নিজের প্রথম কোন হট ছবি পোস্ট করলেন করিনা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/13/53341-kareena02-13-4-16.jpg)
ওয়েব ডেস্ক: ভাবা যায়, করিনা কাপুরের নাকি এতদিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল না? তিনি বলিউড ডিভা। তিনি বেগম পতৌদি। তাঁর মতো সুন্দরী অভিনেত্রী বলিউডে কমই আছেন। আর সেই করিনা কাপুর এতদিন ইনস্টাগ্রামে ছিলেন না! অবশেষে ইনস্টাগ্রামে অভিষেক হল তাঁর। তৈরি করলেন নিজের ইনস্টাগ্রাম পেজ। আর পেজের প্রথম ছবিতেই তিনি হট।
সম্প্রতি মুক্তি পেয়েছে বেবোর কি অ্যান্ড কা ছবিটি। ছবিটিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। এরপরেই ভক্তদের অনুরোধে সিদ্ধান্ত নেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরির। আর প্রথম ছবিতেই তাই ভক্তদের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ করে চুম্বন ছুঁড়ে দিয়েছেন।