Saif Ali Khan Stabbed: সইফের ছোট ছেলেই ছিল টার্গেট? ১ কোটি টাকা দাবি হামলাকারীর...
Saif Ali Khan: জেহ-র ন্যানি জানিয়েছেন, হামলাকারী সইফের ছোট ছেলের ঘরে ঢুকতে যাচ্ছিল। তাঁর থেকে ১কোটি টাকা দাবি করে। তারপর বচসা-ঝামেলা শুরু হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খানকে ধারালো অস্ত্রের কোপ। নিজের বাড়িতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অভিনেতা। ঘটনার তদন্তে ২০ জনের গঠন করেছে মুম্বই পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বাড়ির গৃহকর্মীর দাবি, হামলাকারী ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। সইফিনার ৪ বছরের ছোট ছেলের ন্যানি জানিয়েছেন যে, হামলাকারী প্রথমে ছুরি নিয়ে জেহ-র ঘরেই প্রবেশ করে।
জেহ-র ন্যানি ইলিয়ামা ফিলিপস চার বছর ধরে অভিনেতার বাড়িতে কাজ করছেন। তিনি পুলিসকে জানান, বুধবার রাত ৩টের সময় এক আওয়াজে তাঁর ঘুম ভাঙে। তার ঠিক ৩ঘণ্টা আগে জাহাঙ্গীরকে তিনি ঘুম পাড়িয়েছিলেন। ঘুম ভাঙারপর তিনি বাইরে এসে দেখেন বাথরুমের দরজা খোলা এবং আলো জ্বলছে। প্রথমে তিনি ভেবেছিলেন যে করিনা কাপুর তাঁর ছেলেকে দেখার জন্য উঠেছে। তিনি বলেন, 'তারপর আমি আবার ঘুমোতে চলে যাই। ভাবলাম হয়তো ভুল ভাবছি। আবার জেগে দেখলাম একজন লোক বাথরুম থেকে বেরিয়ে জেহ-র ঘরে ঢুকছে।'
আরও পড়ুন:Jalpaiguri: একপাশে ছাল, অন্যদিকে টুকরো-টুকরো দেহাংশ! বাজারে দোকান সাজিয়ে কুকুরের মাংস বিক্রি...
তখন হামলাকারী তাঁকে হিন্দিতে বলে, 'আওয়াজ করোনা'। এবং সে এক কোটি টাকা দাবি করে। হামলাকারীকে বাধা দেওয়ার সময় তিনিও আহত হয়ে পড়েন। তাঁর আওয়াজ শুনে সইফ বেরিয়ে আসেন। তারপরেই সইফ আলি খানকে ধারালো অস্ত্র দিয়ে ৬ কোপ মারে ওই ব্যক্তি। বাঁ হাতে ও শিরদাঁড়ার পাশে দুটি গভীর ক্ষত হয় অভিনেতার। রক্তে ভেসে যাচ্ছিলেন সইফ। রাত ৩.৩০ মিনিটে তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান বড় ছেলে ইব্রাহিম আলি খান।
প্রসঙ্গত, ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। রাত আড়াইটার দিকে ঘটনার পর ছয়তলার সিঁড়ি দিয়ে হামলাকারীকে পালিয়ে যেতে দেখা যায়। ছয়তলার সিঁড়ির সিসিটিভি ভিজ্যুয়ালে তা দেখা গিয়েছে। হামলাকারীর পরনে টিশার্ট, জিন্স এবং গলায় কমলা রঙের স্কার্ফে দেখা গিয়েছে।
অন্যদিকে, ইতোমধ্যেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার সার্জারি সফলভাবে হয়েছে। এখন তিনি বিপদমুক্ত। লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডাঃ নীরজ উত্তমনি জানিয়েছেন, তারা অভিনেতার মেরুদণ্ড থেকে একটি ২.৫ ইঞ্চির ছুরি বের করেছে। অপারেশন খুবই জটিল ছিল। কিন্তু চিকিত্সকেরা কাজটি করতে সক্ষম হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এখন তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)