Gaza ceasefire: ১৫ মাসের আগুন-রক্ত, ৪৬০০০ হাজার মৃত্যুতে ইতি? অবশেষে ইজরায়েল-হামাস সম্মত হল যে, তারা আর...
Gaza Ceasefire | Israel-Hamas Conflict: এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে অবশেষে রাজি হল ইজরায়েল ও হামাস। ডোনাল্ড ট্রাম্পের হুমকিতেই কি কাজ হল? তা যাই হোক, দীর্ঘ এই ১৫ মাস ধরে চলা যুদ্ধের আঁচ ছড়িয়েছিল গোটা মধ্য প্রাচ্য জুড়েই। অবশেষে মুক্তির বাতাস!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইতি যুদ্ধে। এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে রাজি হল ইজরায়েল ও হামাস। ডোনাল্ড ট্রাম্পের হুমকিতেই কি কাজ হল? তা এখনই স্পষ্ট নয়, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পক্ষই। জানা গিয়েছে, হামাসের হাতে দীর্ঘ সময় ধরে যাঁরা বন্দি রয়েছেন, অবশেষে মুক্তি পেতে চলেছেন তাঁরাও। তবে, ইজরায়েলকেও মুক্তি দিতে হবে বন্দি প্যালেস্টাইনিদের।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট হওয়ার পর থেকেই যুদ্ধবিরতির কথা বলে আসছেন। আগেও এই নিয়ে আলোচনা হয়েছে। তবে তা বারে বারে ব্যর্থ হয়েছে। ট্রাম্প এবার হামাসকে প্রায় চরম হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যুদ্ধ না থামালে এবং বন্দিদের মুক্তি না দিলে, তার পরিণতি ভয়ংকর হবে।
এই যুদ্ধের জেরেই বিশ্ব জুড়ে আনরেস্ট তৈরি হয়েছিল। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আনা হয়েছে। জানা গিয়েছে, যুদ্ধ থামানোর ক্ষেত্রে নেতানিয়াহুর মূল বাধা ছিল তাঁর জোটের তিন শরিক।
কেন? কী বলেছিলেন তাঁরা? ওই তিন কট্টরপন্থী দলই জানিয়েছিল, এক্ষেত্রে সংঘর্ষবিরতি তারা মানবে না। হামাসকে চিরতরে ধ্বংস করে দেওয়ার সুযোগ এসেছে এবং তা কাজে লাগাতে বদ্ধপরিকর তারা। প্রধানমন্ত্রী একতরফা সিদ্ধান্ত নিলে সমর্থন তুলে নেওয়া হবে, সরকার পড়ে যাবে। এসব কারণেই ভয়ে পিছিয়ে আসেন বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু যাই হোক না কেন, তারপর পরিস্থিতি ইতিবাচক হয়। অবশেষে যুদ্ধ থামানোর চুক্তি হয়। তবে চুক্তির খুঁটিনাটি এখনও স্পষ্ট নয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)